বিশ্বকাপ আয়োজনে গত ১০০ বছরের ইতিহাসে সেরা ‘কাতার বিশ্বকাপ’: জরিপ বিবিসি

সমকামিতার অধিকার, বিদেশি শ্রমিকদের মৃ’ত্যুসহ নানা বিষয়ে সমালোচনা আর প্রশ্নের মুখোমুখি হয়েছিল কাতার বিশ্বকাপ। সব বাধা পেরিয়ে শেষমেশ জাঁকজমকপূর্ণ বিশ্বকাপ উপহার দিয়েছে দেশটি।

এবার বিবিসির জরিপে গত ১০০ বছরের বিশ্বকাপ আয়োজনের ইতিহাসে সেরা বিশ্বকাপ হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে কাতার বিশ্বকাপ। বিবিসির ওই জরিপে ৭৮ শতাংশ ভোট পেয়েছে কাতার বিশ্বকাপ। এ জরিপে ৬ শতাংশ ভোট পেয়ে শতাব্দীর সেরা বিশ্বকাপগুলোর তালিকায় দ্বিতীয় হয়েছে ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ।

আর ৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ। বিশ্বকাপ আয়োজনের আগে থেকেই নানা আলোচনার জন্ম দিয়েছে কাতার। খেলার মাঠে বিয়ার বিক্রি নিষিদ্ধ, পোশাক-আশাকের সীমা নির্ধারণ নিয়েও আলোচনায় এসেছে দেশটি। এ নিয়ে পশ্চিমাদের ব্যাপক তোপের মুখে পড়তে হয়েছে সরকারকে। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে কাতারের পক্ষ নিয়ে পশ্চিমাদের সমালোচনাও করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এদিকে বিশ্বকাপ শুরুর পর একের পর এক অভাবনীয় ঘটনা ঘটেছে কাতারের ফুটবল মাঠগুলোতে। মরক্কোর সেমিফাইনালে ওঠা, জাপানের কাছে স্পেন এবং জার্মানির পরাজয়। সৌদি আরবের কাছে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার পরাজয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *