ইসরায়েলকে তুলোধুনো করলেন এরদোয়ান

হা’মাসের হামলার জবাবে গা’জায় ইসরায়েলের অ’বরোধ এবং বোমা হামলা অসামঞ্জস্যপূর্ণ ও গণহ’ত্যার সমতুল্য বলে মন্তব্য করেছেন!, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন!, যুদ্ধেরও একটা নীতি-নৈতিকতা থাকে।, গত সপ্তাহ থেকে ইসরায়েলি সেনারা সেটাও খুব বাজেভাবে লঙ্ঘন করেছে।,

আজ বুধবার (১১ অক্টোবর) তু’রস্কের রাজধানী আ’ঙ্কারায় দেশটির ক্ষম’তাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে)! নেতাদের বৈঠকে এস’ব কথা বলেছেন এরদোয়ান।, খবর আলজাজিরা’।

গা’জায় নেতা’নিয়াহু সরকারের পানি, খাদ্য, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ এবং ইসরায়েলি বিমান হামলায় একের পর এক ঘরবাড়ি ধ্বং*সের ঘটনায় তুর্কি প্রেসিডেন্ট বলেন!,

মানুষকে তাদের মৌলিক চাহি”দা মেটাতে বাধা দেওয়া এবং বেসামরিক লো’কজনের বাসস্থানে বোমা হা*মলা করা—সংক্ষেপে বলতে হলে সব ধরনের লজ্জাজনক পদ্ধতি ব্যবহার করে সংঘাত পরিচালনা করা—কোনো যুদ্ধ হতে পারে না!,

এটি গণ*হত্যা। গাজায় ইস”রায়েলি হামলার বি’ষয়ে বিশ্ববাসীকে চোখ বন্ধ করে না রা”খার আহ্বান জানিয়ে*ছেন এরাদোয়ান। এর আগে ইস*রায়েলে যুক্তরাষ্ট্রের রণতরী পাঠা’নোর ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন এরদোয়ান। তিনি বলেন,

ক্রমেই ইস”রায়েলের নিকটবর্তী হচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী। এগুলো সেখানে গিয়ে গাজায় ভ*য়াবহ গণ’হত্যা চালাবে। অব’রুদ্ধ গাজা উপত্যকা থেকে গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে হামাস। হামা*সের এই হা*মলার পর গাজায় পাল্টা বিমান হা*মলা চালাচ্ছে ইসzরায়েলি সামরিক বাহিনী।

পাল্টাপাল্টি হাম’লায় এরই মধ্যে দুই দেশের নি’হতের সংখ্যা ২ হাজার ২০০ ছা”ড়িয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। দুই দেশের মধ্যে এখনো লড়াই চলছে। ফলে হতাহতের এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

মুরগি চুরি করতে গেলেও সঙ্গে ৮টি পিস্তল নিয়ে যান ছাত্রলীগ নেতা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *