এবার ই’জরাইলকে হুঁ’শিয়ারি দিয়েছেন মি’শর

এবার ইসরায়েলকে হুঁশি’য়ারি দিল মিসর। মিসরের পররা’ষ্ট্রমন্ত্রী সামেহ সুখরি এবার গা’জায় খাদ্য সাহায্য বন্ধের ব্যাপারে এ হুঁশি’য়ারি দিলেন।

কায়’রোতে জাতিসংঘের দুই কর্মক’র্তার সঙ্গে বৈঠকে তি’নি খাদ্যসহ অ’ন্যান্য মানবিক সাহায্য ব’ন্ধের প্রতিবাদ ক’রেন। এসব সাহায্য বন্ধ করে সাম’গ্রিক জনগণকে শাস্তি দেও’য়া আন্তর্জা’তিক মানবাধি’কারের লঙ্ঘন বলেও মন্ত’ব্য করেন তিনি। জাতিসং’ঘের মিডল ইস্ট পিস-

প্রসেসের সমন্ব’য়কারী টর উয়েনে’সল্যান্ড এবং ইউএন রি’লিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইন রিফি’উজির কমি’শনার-জেনা’রেল ফিলিপ লাজা’রিনির সঙ্গে বৈঠকে তিনি এ’সব বলেন। মিসরের পররা’ষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনে জাতিসংঘকে মানবাধি’কার সংক্রান্ত যে কোনো কার্যক্র’মে সহোযোগিতা করবে ব’লে জানায়।

এ’সময় তিনি গা:জা উপত্যকায় ইউএনআ’রডব্লিউএ স্কু’লে হামলার নিয়ে গ’ভীর শঙ্কা প্রকাশ করেন। এর আগে ফি’লিস্তিনে মিসরের সাহায্যকারী যানবাহনে হাম’লার হুমকি দিলেও হা’মাসের সঙ্গে সমঝোতার জন্য মিসরের শরণাপন্ন হয় ইস’রায়েল।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়, ইসরায়েল মিসর সরকারকে হা’মাসের কাছে ব’ন্দি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনায় সাহায্য করতে কায়রোকে অনুরোধ জানিয়েছে। তবে হামা’সের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন,

হামা’সের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে সংগঠনটি। এই দলগুলো ইস’রায়েলিদের বন্দি হিসেবে আটকে রেখেছিল। ফলে এসব ই’সরায়েলির ভাগ্যে কী ঘটছে তা নিয়ে ব্যাপক উদ্বিগ্ন ইস’রায়েলি প্রশাসন।

এদিকে ইসরা’য়েলকে হামলার ব্যাপারে আগেই সতর্ক করেছিল মিসর। ৯ অক্টোবর মিসরীয় গো’য়েন্দা সংস্থার এক উচ্চপদস্থ কর্মকর্তা সাম্প্রতিক হাম’লা নিয়ে এক বি’স্ফোরক মন্ত’ব্য করেন। টাইমস অব ইসরা’য়েলের বরাতে জানা যায়,

তিনি সোমবার গণমাধ্যমকে বলেছেন, ইস’রায়েলকে বারংবার সতর্কতা দেওয়া হয়েছিল, গাজা’ভিত্তিক সশ’স্ত্র সংগঠনগুলো বড় কিছুর পরিক’ল্পনা ফাঁদছে।

মিসরীয় এ কর্মকর্তা বলেন, ইসরায়েলিরা পশ্চিম তীর নিয়েই বেশি মনোযোগী ছিল। তারা গা’জার ব্যাপারে কম গুরুত্ব দিয়েছে।

অ্যাসোসিয়েট প্রেস জানায়, মিস’রীয় এ কর্মকর্তা আরও বলেন, আমরা তাদের এমন বড় একটি বিস্ফো’রক অবস্থার বিষয়ে সতর্ক করে আসছিলাম। তবে তারা এসব সতর্কবার্তার তো’য়াক্কা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *