বিএনপির ৩৬ ঘণ্টা অবরোধের শেষ দিন আজ!

একদফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৩৬ ঘণ্টা অবরোধের শেষ দিন আজ বুধবার (১৩ ডিসম্বর)। ১১তম বারের মতো ডাকা এ আন্দোলন শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়।অবরোধের কারণে সকালে যানবাহন চলাচল কম ছিল রাজধানীতে।

তবে বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল বেড়েছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও চোখে পড়ার মতো। গত কয়েকদিনে বাসে আগুন দেয়ার ঘটনায় শঙ্কা দেখা দিয়েছে যাত্রীদের মাঝে। এছাড়া রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দূরের জেলাগুলোতে যাওয়ার জন্য সাধারণ মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে।

কাউন্টারে যাত্রীদের চাপও আছে। পরিবহন মালিকরা বলছেন, অন্যান্য দিনের মতোই দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। এদিকে, আজ সকালে গাজীপুরে ভাওয়াল রেলস্টেশনের কাছে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।

ধারণা করা হচ্ছে, অবরোধ সমর্থকরাই গ্যাস সিলিন্ডার দিয়ে কেটে ফেলেছে রেললাইন। এ ঘটনায় নিহত হয়েছেন ১ জন। আহত হয়েছেন ১০-১২ জন। নিহত ওই ব্যক্তি মুরগির ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *