‘টানা ৫৬ বছর ঈদের জামাতে ইমামতি করে বিদায়, কাদলেন’ কাদালেন!

৫৬ বছর ধরে ঈদের জামাতে’ ইমামতি করে আসছিলেন ৮৫ বছর বয়সী মাওলানা ফজলুল হক। এ পর্যন্ত শতাধিক ঈদের জামাতে ইমামতি’ করেছেন। তবে বার্ধক্যজনিত কারণে রবিবার (১০ জুলাই) ঈদুল আজহার নামাজ শেষ করে ঈমামতি থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায়’ নিয়েছেন তিনি।

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে শেষ ইমামতি করেন ফজলুল হক। এ সময় ওই ঈদগাহে নামাজ আদায়কারী’ মুসল্লিদের অনেককেই ফজলুল হকের জন্য চোখের পানি ফেলতে দেখা গেছে।

বার্ধক্যজনিত কারণে ইমামতি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার’ সময় ঈদগাহ কমিটির পক্ষ থেকে ফজলুল হককে বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। কর্মজীবনে’ হাজীগঞ্জ উপজেলার নওহাটা ফাজিল মাদরাসার শিক্ষকতা করেছেন মাওলানা ফজলুল হক। ঈদগাহ কমিটির সদস্য প্রভাষক কাজী নাসির’ উদ্দিন বলেন আমার বাবাও এই ঈদগাহে তার পেছনে নামাজ আদায় করেছেন। আমিও করেছি। ইমাম সাহেব’ বার্ধক্যজনতি কারণে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি চাইলে আমরা তাকে রেখে দিতাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *