৮ জোটের সমন্বয়ে সম্মিলিত মহাজোটের আত্মপ্রকাশ

দ্বাদশ জাতীয় ‘সংসদ নির্বাচনের সম’য় ঘনিয়ে আসছে। রাজনীতিতেও’ ঘটছে নানা মেরুকরণ।’ এই মেরুকরণের মধ্যে আট’টি রাজনৈতিক’ দ’লের সমন্বয়ে সম্মিলিত মহাজো’টের আত্মপ্র’কাশ হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস’ক্লাবে নিবন্ধিত ‘রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস ও ‘জাতীয় জোটে’র চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল ‘হোসেনকে ‘আহ্বায়ক এবং জাতীয় ইসলামী জো’ট ও জাতীয়

‘ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আ’বু নাছের ও’য়াহেদ ফারুককে সদস্য সচিব করে এ জো’টের আত্মপ্র’কাশ ঘটেছে।জোটের নেতারা জানান, এ জো’টে শতাধি’ক দল রয়েছে। এরমধ্যে নিবন্ধিত শুধুমা’ত্র একটি ‘দল।

সংবাদ সম্মেলনে লিখিত ঘোষণাপত্র পাঠ ‘করেন অ্যা’ডভোকেট কাজী রেজাউল হোসেন। তি’নি বলেন, ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মীয় মূল্যবোধে’র ভিত্তিতে’ অসাম্প্রদায়কি মানবিক বাংলাদেশ

গড়া’য় প্রত্যয়ে ‘একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য, বাংলা’দেশের স্বাধীন’তা ও সার্বভৌমত্ব সমুন্নত রেখে মানুষের মৌ’লিক অধিকা’র ও মানবাধিকার বাস্তবায়নে, সুশাসন, ন্যায়বি’চার প্রতিষ্ঠা’য় সামাজিক মুক্তি এবং

মানুষের কাঙি’ক্ষত চেত’নায় উন্নয়নের ধারা প্রবর্তন করে বাংলাদেশে বাস্ত’বমুখী রাজ’নৈতিক দর্শন প্রয়োগের মধ্য দিয়ে বৃহত্তর ‘রাজনৈ’তিক শক্তি হিসেবে জাতীয় নির্বাচনসহ সব পর্যায়ে নি’র্বাচনে অংশ’গ্রহণের মাধ্যমে সরকার গঠন

করে একটি’ আধুনিক’ রাষ্ট্র গড়ে তোলাই হবে এই মহাজোটের ‘লক্ষ্য ও উ’দ্দেশ্য।তাই আটটি রাজনৈতিক জোটের ‘সমন্বয়ে স’ম্মিলিত মহাজোটের আত্মপ্রকাশ ঘটেছে। এই’ ক্রান্তিলগ্নে ‘দেশ ও জনগণের স্বার্থে এবং

জাতীয় সং’কট নিরসনে’ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগ’ণের ইচ্ছায়’ আপসসহীনভাবে এই বৃহত্তর রাজনৈতি’ক মহা’জোটটির ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অং’শগ্রহণ করার সক্ষম’তা রয়েছে।

সম্মিলিত মহাজোটের ৮’ জোট। এ’গুলো হলো, জাতীয় জোট, জাতীয় ইস’লামী ঐক্য’জোট, সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ’), বাংলা’দেশ স্বাধীন জোট, বাংলাদেশ

ডেমোক্রেটি’ক অ্যালায়ে’ন্স, গণতান্ত্রিক জোট বাংলাদেশ, পলিটিকা’ল পার্লামে’ন্ট অ্যালায়েন্স- পিপিএ, বাংলাদেশ জাতীয় ইসলা’মী জো’ট-বিএনআইএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *