৩ নভেম্বর ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে

আগামী ৩ নভেম্বরের’ মধ্যে প্রধানম’ন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে’ যুক্তরাষ্ট্র সময়সীমা’ জারি করেছে। এমন খবর প্রকা’শ হওয়ার পর বিষয়টি’ নিয়ে ব্যাখ্যা দেন ঢাকায় নিযুক্ত মার্কিন’ দূতাবাস। এরপরও’ বিষয়টি নিয়ে আলোচনা

 

 

থেমে থাকে’নি। এবার মার্কিন স্টে’ট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে তু’লে ধরা হয় বিষয়টি। কি’ন্তু বিষয়টি একেবারে উড়িয়ে দেন’ প্রধান মুখপাত্র ম্যাথিউ’ মিলার।সংবাদ সম্মেলনে উপ’স্থিত এক সাংবাদি’ক প্রশ্ন করেন, মার্কিন

 

 

সহকারী আ’ন্ডার সেক্রেটারি ‘আফরিন আক্তার সম্প্রতি ঢাকা সফর করে’ছেন। বিভিন্ন টক’শোতে বিরোধীপক্ষের বক্তারা দাবি’ করছেন যে যুক্তরা’ষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসি’নাকে ৩ নভেম্বরের’ মধ্যে পদত্যাগ করতে

 

 

সময়সীমা’ জারি করেছে। ‘যদিও এ বিষয়ে মার্কিন দূতাবাস একটি ব্যাখ্যা ‘দিয়েছে। এরপরও বিরো’ধী বিশ্লেষকরা দাবি করে চলেছে’ন। আপনি কী বিষয়টা ‘স্পষ্ট করবেন।

 

 

জবাবে ম্যাথিউ মিলার ‘বলেন, আমি শুধু’ বলব—না, অভ্যন্তরীণ রাজনৈতি’ক বিষয়ে আমরা ‘কারও পক্ষ নেই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *