৩০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর চোখের চিকিৎসা দেবে সৌদি

বাংলাদেশি শিক্ষার্থীদের চোখের চিকিৎসা দেওয়ার জন্য একটি মানবিক প্রকল্প উদ্বোধন করেছে করেছে সৌদি আরব। এই প্রকল্পের অধীনে ৩০ হাজার শিক্ষার্থীকে চোখের চিকিৎসা দেওয়া হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) এই ক্যাম্পেইনের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা বিন ইউসুফ আল দুহাইলান।

বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের কেএসরিলিফের পরিকল্পনা ও উন্নয়নের সহকারী সুপারভাইজার-জেনারেল আকিল আল গামদি কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশে অন্ধত্ব এবং দৃষ্টি প্রতিবন্ধীদের হার কমাতে সাহায্য করা হবে।

তিনি বলেন, ক্যাম্পেইনটি প্রথমে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে শুরু হবে। বর্তমানে এ ক্যাম্পেইনের আওতায় ঢাকার ৫০টি স্কুলে স্ক্রিনিং কার্যক্রম চলছে। এর আওতায় প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সকালে আমরা একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেছি এবং সেখানে ক্যাম্পেইন শুরু করেছি। প্রতিষ্ঠানটি আগামী তিন দিনের মধ্যে প্রায় ১ হাজার শিক্ষার্থীকে স্ক্রিন করবে।

এই ক্যাম্পেইনের আওতায় যাদের চশমা প্রয়োজন হবে তাদের জন্য তা সরবরাহ করা হবে। এর বাইরে যাদের আরও চিকিৎসা সহায়তার প্রয়োজন হবে তাদের চিকিৎসকের নিকট পাঠানো হবে।

কেএসরিলিফ বাংলাদেশসহ বিশ্বের ৯৩টি দেশে সৌদি আরব বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। বাংলাদেশকে ইতোমধ্যে প্রায় আড়াই কোটি ডলার সহায়তা দিয়েছে এবং রোহিঙ্গাদের জন্য আলাদাভাবে দুই কোটি ৬০ লাখ ডলার সহায়তা দিয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *