২৮ অক্টোবর নিয়ে যা জানালেন ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলি:’শ (ডিএমপি”) কমিশনার হাবিবুর রহমান জানিয়ে”ছেন, ২ ৮ অক্টোবর ‘বিএনপির ডাকা কর্মসূচির আড়া’লে যদি কেউ স’হিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তবে ‘তা কঠোর হস্তে দ:মন করা হ:বে। তিনি বলেন,

 

 

এসবের আড়ালে’ যদি ঢাকার ২ কো:টি ২৪ লাখ সম্মানিত নাগরিকের ‘জীবন শঙ্কা, মালামা’লের শঙ্কা দেখা যায় এমন যেকোনো প’রিস্থিতি অত্যন্ত কঠোর ‘হস্তে দমন করা হবে।শনিবার  (২১ অক্টোবর) দুপুর ১’২টায় মেট্রোরেলের

 

 

নিরাপত্তা’র দায়িত্ব পা’ওয়া এমআরটি পু’লিশের কার্যক্রম পরিদর্শন  শেষে উত্তরা উত্তর মেট্রো ‘স্টেশনে তিনি সাংবাদিকদে’র ‘এসব কথা বলেন’। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ‘বলেন, বাংলাদেশ এক’টি গণতান্ত্রিক দেশ।

 

 

বাংলাদেশের ‘সংবিধান অনুযায়ী যে কো নো রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে ‘ রাজনৈতিক আন্দো ‘লন, মিছিল-মিটিং সমাবেশ করা’র অধিকার রয়ে’ছে। এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিয়ে ‘থাকে।সামাজিক যোগাযোগ মাধ্যমে

 

 

ছড়ানো রাজনৈতিকসহ বিভি’ন্ন গুজব প্রসঙ্গে জানতে চাইলে হাবিবুর রহমাcন বলেন, গুজব ‘শুধু এই বিষয়েই নয় দীর্ঘদিন ধরে একটি স্বাcর্থান্বেষী মহল মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মাধ্যমে (cফেসবুক, ইউটিউব) গুজব ছড়ানোর

 

 

অপচেষ্টা করে আসছে।  আমি মনে করি বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ সবাই স’চেতন। সেসব গুজবে আদৌ কান দেবে না। সেগুলো ‘প্রতিহত ক’রার জন্য সবাই সচেষ্ট থাকব।ডিএমপি কমিশ’নার বলেন, আ’মাদের ইলেকট্রনিক

 

 

ও প্রিন্ট মিডিয়া গুজবের’ বিরুদ্ধে এ’কটি শক্তিশালী ভূমিকা রাখবে। আমরা আমাদে’র সঠিক প’থে যেতে সক্ষম হব। জনগণের জান মালের নি’রাপত্তা দিতে সক্ষম হব।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক’ ও’বায়দুল কাদের বলেছেন,

 

 

আরেকটি শাপলা চত্বর হতেc,’ যাচ্ছে। পরিণতি হবে শাপলা চত্বরের চেয়েও’ ভয়াবহ।এ cব্যাপারে কোনো গোয়েন্দা তথ্য আছে কি না, জান’তে চাইলে ক মিশনার বলেন, আমরা নজরদারির ভে’তরে রেখেছি। আ’মাদের পুলিশের গোয়েন্দা

 

 

সংস্থাসহ অ’ন্যান্য গোয়েন্দা ‘সংস্থা কাজ করছে। এ ব্যাপারে যে কোনো ত’থ্য যদি আমরা পাই’ তবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।তি’নি বলেন, ২০১৩/১’৪ সালে এ রকমই অপতৎপরতার চে’ষ্টা করা হয়েছি’ল। সেটি কেবল ঢাকা নয়,

 

 

সারাদেশেই ক’রা হয়েছিল। তখন ‘বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষকে সঙ্গে নি’য়ে প্রতিহত ক’রেছে, পরাজিত হয়েছে সন্ত্রাসীরা। আগা’মীতে এ ধরনের যে’ কোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগ’ণ ও পুলিশ এ’কসঙ্গে হয়ে প্রতিহত করা হবে,

 

 

ইনশাআল্লাহ!সংবাদ ‘সম্মেলনে এম’আরটি পুলিশ প্রধান ডিআইজি জিহাদুল কবি’র, ডিএমপির :উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ফা’রুক হোসেন, উত্ত:রা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো’হাম্মদ মোর্শেদ  ‘আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *