২৮ অক্টোবর নিয়ে বিরোধীদের গ্রেফতার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

বিএনপিসহ বে’শ কয়েকটি রাজনৈ’তিক দল আগামীকাল শনিবার (২৮’ অক্টোবর) রা’জধানী ঢাকায় সমাবেশ করবে। বর্তমান ক্ষমতাসী’নরাও একই দিনে ‘মাঠে থাকবে বলে জানা গেছে। যার’ কারণে দিনটিকে ‘ঘিরে উত্তেজনা বিরাজ করছে

 

 

দেশজুড়ে। এর ম’ধ্যেই বিএনপি নে’তাদের অভিযোগ সমাবেশের ‘আগেই তাদের নেতাক’র্মীদের অবাধে গ্রেপ্তার করা হচ্ছে’। সেই সঙ্গে ঢাকার প্রবে’শমুখে তল্লাশিসহ অভিযান চা’লানো হচ্ছে। এবার’ বিষয়টি মার্কিন স্টেট

 

 

ডিপার্টমেন্টের’ নজরে আনা হয়ে’ছে।মার্কিন স্টেট ডিপার্টমেন্টে’র ‘নিয়মিত ব্রি’ফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান মুখ’পাত্র ম্যাথিউ মিলার’ বলেন, আমরা বিশ্বাস করি আসন্ন নির্বাচন’ অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হওয়া দরকার।

 

 

এ ছাড়া কোনো’ মন্তব্য নেই আমা’দের।সংবাদ সম্মেলনে যে বিষয়ে তুলে ‘ধরা হয়, ২৮ অক্টো’বরের মহাসমাবেশকে সামনে রে’খে সরকার প্রতিদিনই’ বিরোধীদের ওপর আক্রমণ ও গ্রেপ্তার কর’ছে। এ ছাড়াও ম’হাসমাবেশ বাধা দেওয়ার

 

 

জন্য চেষ্টা ‘করছে, বিষ’য়টি নিয়ে আপনি অনেকবার বলেছেন। রাষ্ট্র’দূত পিটার হাস’ও অনেকবার আহ্বান জানিয়েছে’ন – মৌলিক অধি’কার নিশ্চিত করতে এবং বাংলাদে’শের জনগণের ইচ্ছার’ প্রতিফলন করতে।

 

 

আগামী ২৮ অক্টোবর’ রাজধানীতে ক্ষম’তাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদ’ল বিএনপি ‘পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ‘ডেকেছে। এ ছা’ড়াও মাঠে রয়েছে জামায়াতে ইসলামী। এ দলটি’ শাপলা চত্ব’রে সমাবেশের ঘোষণা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *