২৮ অক্টোবরের ঘটনায় ৭ দেশের যৌথ বিবৃতি

শনিবার (২৮ অ’ক্টোবর) ঢা’কায় রাজনৈ’তিক সমাবেশ চলাকালে সহিংস’তায় গভীর উদ্বেগ প্র’কাশ করেছে যুক্তরাষ্ট্র, ব্রি’টেন, অস্ট্রেলিয়া’, কানাডা’, জাপান, দক্ষিণ কোরিয়া ও ‘নরওয়ে সরকার। ‘এ বিষয়ে যৌথ একটি বিবৃতি

 

 

দিয়েছে এ দে’শগুলোর কূ’টনৈতিক মি’শন। ঢাকাস্থ যুক্তরা’ষ্ট্রের দূতাবাসের ফে’সবুক একা’উন্টে সোমবার (৩০ অক্টোব’র) ‘জয়েন্ট স্টে’টমেন্ট ফ্রম’ ডিপ্লোম্যাটিক মিশনস’ শীর্ষক ও’ই বিবৃতি’তে আরও বলা হ’য়, সহিংসতায় যারা প্রাণ

 

 

হারিয়েছেন ‘বা আহত হয়ে’ছেন তাদে’র প্রতি আমাদের সহমর্মিতা’।বিবৃতিতে আ’রও বলা হয়,’ সব অংশীদারের প্রতি আমরা সহিংস’তা থেকে ‘বিরত থাকতে ‘ও সংযম প্রদর্শনের আহ্বান জা’নাই। এ’কই সঙ্গে একটি’ অবাধ, সুষ্ঠু,

 

 

অংশগ্রহণমূ’লক ও শান্তিপূ’র্ণ নির্বাচনে’র পরিবেশ সৃষ্টি করতে ‘একসঙ্গে কাজ ‘করার আহ্বান’ জানাই।প্রসঙ্গত, ২৮ অক্টোবর ‘সরকার পদ’ত্যাগের এক দ’ফা দাবিতে রাজধানীর নয়াপল্ট’নে মহাস’মাবেশ ডাকে বিএন’পি। ওই দিন এর

 

 

পাল্টা হিসে’বে জাতীয় মস’জিদ বায়তু’ল মোকাররমের দক্ষিণ’ গেটে ‘শা’ন্তি ও উন্নয়ন’ সমা’বেশ ডাকে আওয়ামী লীগ। বিএ’নপির মহাসমা’বেশকে কে’ন্দ্র করে পুলিশের সঙ্গে বিএন’পি কর্মীদে’র সংঘর্ষ হয়। সংঘ’র্ষে এক পুলিশ সদস্যসহ

 

 

দু’জন নিহত’ হন। বিএনপি’র সমাবেশ ‘পণ্ড হয়ে যায়। পরদিন’ গতকাল ‘রোববার বিএন’পি ও জামায়াত সারা দেশে সকাল’-সন্ধ্যা হর’তাল ডাকে। ‘ওই দিন রাজধানীতে ও লালমনিরহাটে দু’জন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *