হামলা থেকে বেঁচে ফেরার বর্ণনা দিল ইসরায়েলি নারী

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত নেগেভ মরুভূমিতে কয়েক সপ্তাহ ধরে জড়ো হচ্ছিলেন সংগীতপ্রেমীরা। সেখানে অনুষ্ঠিত হচ্ছিল সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যাল।

 

 

 

 

শনিবার (৭ অক্টোবর) সকালে সেখানে উৎসবের মধ্যে উপস্থিত হয়ে হামাস যোদ্ধারা হামলা চালায়।

 

 

 

 

এতে ঘটনাস্থলেই শত শত মানুষের প্রাণহানি ঘটে এবং শতাধিক মানুষকে অপহরণ করে নিয়ে যায় হামাস যোদ্ধারা।

 

 

 

 

 

হামলার সময় মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত ইসরায়েলি নারী গিলি ইয়োসকোভিচ বিবিসির কাছে হামলার মুহূর্তটির বর্ণনা দিয়েছেন।

 

 

 

 

 

গিলি জানান, হামাস যোদ্ধারা যখন উৎসবের স্থানটিতে উপস্থিত হন—সেই সময়টিতে নাচে মত্ত ছিলেন অংশগ্রহণকারীরা।

 

 

 

 

যোদ্ধারা সেখানে গিয়েই নির্বিচার গুলি শুরু করে। যাকেই সামনে পাচ্ছিল, তাকে গুলি করে মারছিল।

 

 

 

 

প্রাণ বাঁচাতে ভীত-সন্ত্রস্ত গিলি দৌড়ে একটি ফলের গাছের আড়ালে গিয়ে আত্মগোপন করেন।

 

 

 

প্রায় তিন ঘণ্টা সেখানে ছিলেন। তার পাশ দিয়েই চলে গেছে মুহুর্মুহু গুলি। সারা রাত ধর্মীয় অনুষ্ঠান সুকোট উদ্‌যাপন করে ক্লান্ত ছিলেন তরুণ বয়সীরা।

 

 

 

 

 

হামলাকারীরা গাছ থেকে গাছে গিয়ে তাদের খুঁজে বের করে হত্যা করছিল। একপর্যায়ে হিব্রু ভাষায় কেউ কথা বলছে এমন আওয়াজ পেয়ে আড়াল থেকে বেরিয়ে আসেন গিলি। পরে ইসরায়েলি সৈন্যরা তাকে উদ্ধার করে।

 

 

 

 

 

 

গিলি জানান, ঘটনাস্থল থেকে তাকেই সবার আগে উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলে এক উৎসবেই নিহত ২৬০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *