হামলার পর ইসরায়েলকে ইয়েমেনের কড়া হুঁশিয়ারি

ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় অস্থিরতা বেড়েই চলছে। গাজা ও পশ্চিম তীরে হামলার পর লেবানন সীমান্তে হামলা-পাল্টা হামলা ঘটেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলে একাধিকবার হামলা চালিয়েছে ইয়েমেন। এবার তারা দেশটিকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। খবর বিবিসির।

 

 

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি জানিয়েছে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার সকালেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর এইলাতে বিমান হামলার সাইরেন শোনা গেছে। এরপর লোহিত সাগরের উপকূলীয় এলাকা থেকে একটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল। সামরিক শাখার

 

 

মুখপাত্র ইয়াহইয়া সারি টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, তারা ইসরায়েলকে লক্ষ্য করে তিনবার হামলা চালিয়েছেন। এ হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।সারি বলেন, ইসরায়েল ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হুথিরা দেশটিতে স্পেশাল অপারেশন অব্যাহত রাখবে।

 

 

এর আগে, ইসরায়েলের ওপর ড্রোন হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এ হামলার দায় স্বীকার করেছে।হুথি সরকারের প্রধানমন্ত্রী আবদেল আজিজ বিন হাবতার এএফপিকে

 

 

বলেন, ইসরায়েলে হামলা চালানো এ ড্রোনগুলো ইয়েমেনের।এদিকে ইয়েমেন ছাড়াও মঙ্গলবার লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে তাদের সীমান্তে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পায়নি তারা।সেনাবাহিনী আরও জানিয়েছে,

 

 

লেবাননের হামলার জবাবে তারা পাল্টা হামলা করেছে। এ ছাড়া তারা ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী অপর এক দলকে লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের মেতুলায় সবশেষ ঘণ্টায়

 

 

হামলার একটি সতর্কবার্তা সক্রিয় ছিল। এ ছাড়া লেবাননের দুটি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে বলে শনাক্ত করেছে তারা। এগুলো তাদের সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *