হঠাৎ কর্মসূচি স্থগিত করল বিএনপি

সরকারের দম°ন°-পীড়নের °প্র°তিবাদে আগা°মীকাল ৭ নভেম্বর ‘°জাতীয় বিপ্লব ও° সংহতি দি°বস’র দলীয় কর্মসূচি স্থগি°ত করেছে °বিএনপি। ™আজ সোমবার (৬ নভেম্বর)° বিকেলে এ°ক ভার্চুয়াল °সংবাদ ব্রি°ফিংয়ে

দলের জ্যেষ্ঠ যুগ্ম ম°হাসচিব রু°হুল কবির °রিজভী এ কথা জানান।°তিনি বলেন°, এক মনুষ্যহী°ন ভয়ং°কর পরিবেশের মধ্যে বাস ক°রছে আ°জকে™ গণতন্ত্রকা✓মী মানুষ, আজকে জাতীয়তা°বাদী শক্তি°। এই✓ কারণে

আ✓গামীকাল আমাদের যে কর্মসূচি° থাকে✓ ৭ নভেম্ব°রে, সরকারের নিষ্ঠুর-নি°র্দয় নিপীড়নে°র প্রতিবাদে সে°ই কর্মসূচি স্থগিত থাকছে। ™শহীদ প্রেসিডে✓ন্ট জিয়াউর✓ রহমানের মাজারে যাওয়ার° যে ক°র্মসূচি সেই কর্মসূ°চি স্থগিত থাকছে।৭ নভেম্বর দি°বসটিকে° বিএন°পি ‘জাতী°য়

বিপ্লব ও সংহতি দিবস’°, আওয়া°মী লীগ ‘মু°ক্তিযোদ্ধা-°সৈনিক হত্যা দিবস’ °এবং °জাসদ ‘সিপা°হি-জন°তার অভ্যুত্থান দিবস’ হিসেবে° পালন ক°রে। প্র°তি বছ°র এই দিবসের দিন বি°এনপির নে°তাকর্মীরা° সকালে রাজ°ধানীর

শেরেবাং✓লা নগরে প্র✓য়াত রাষ্ট্র°পতি জি°য়াউর রহমানের কবরে পু°ষ্পমাল্য °অর্পণ করে থা°কেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট ব°ঙ্গবন্ধু শেখ° মুজিবুর °রহমান° সপরিবারে নিহত হওয়া°র পর সেনা°প্রধানের °দায়িত্বে আসে°ন জিয়াউর রহমান। এ°রপর মুক্তিযু=দ্ধের অন্য°তম সেক্টর কমান্ডার

খালেদ মো°শাররফের নেতৃ°ত্বে সেনাবাহি=নীতে একটি অভ্যুত্থা=ন হয়, জি=য়া হন গৃহ=বন্দি। ৭ ন=ভেম্বর মুক্তিযুদ্ধের= আরেক সে=ক্টর কমান্ডা=র কর্নেল তাহেরের নেতৃ=ত্বে° পাল্টা° অভ্যু°ত্থানে আট°কাবস্থা থেকে মুক্ত হন

জি°য়াউর রহমান। এর ম°ধ্য দিয়ে ক্ষম°তার কেন্দ্রবিন্দুতে চলে আ°সেন জিয়া। ক্ষ°মতাসীন দলে°র সমালোচনা করে সংবা°দ ব্রিফিংয়ে রি°জভী বলেন, যা°রা ’৭৫ সালে গণতন্ত্র°কে হত্যা করে✓ছিল এবং এখ°ন যারা পুনরায় নব্য বাকশাল কা°য়েম ক°রেছে, তারা আ°বারও নতুন কায়দায়

বিরোধী দ✓লের ক✓ণ্ঠকে স্তব্ধ ক°রে দেওয়ার জন্য বিএনপি অ°ফিসে তালা লা°গিয়েছে। বিএ°নপি মহাসচিবসহ গুরুত্বপূর্ণ নেতৃ=বৃন্দকে গ্রে°প্তার ক°রেছে। অনেক নেতা বাসায় থাক°তে পার°ছেন না, তাদে°র নামে মিথ্যা মামলা

দিয়েছে, হা°জার হা°জার, লক্ষ ল°ক্ষ, কোটি কোটি মানুষ ঘর=ছাড়া হয়েছে। বে°গম °খালেদা জি=য়াকে মিথ্যা মামলায় সা°জা দিয়ে আ°জকে তাকে কা=রান্তরীণ রাখা হয়েছে, তা°কে বন্দি° করে রাখা° হয়েছে, আজকে তিনি অসুস্থ=তায় °নানা°ভাবে নির্যা°তিত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *