সৌদির আকাশে সন্তান প্রসব বাংলাদেশি নারীর

সৌদি আরবে°র অভ্যন্তরী°ণ রুটের এ°কটি ফ্লাইটে সন্তান প্রসব করে°ছেন বাংলাদেশি এ°ক নারী। ফ্লা°ইটটিতে কন্যাসন্তান° জন্ম দেন° ওই নারী°। রোববার (৫ নভেম্বর) গালফ° নিউ✓জের এক প্রতি✓বেদনে এ °তথ্য জানা

গেছে।প্রতিবে°দনে বলা °হয়েছে, গত শু°ক্রবার সৌদিয়া বিমান সংস্থা°°র একটি ফ্লাইটে °চড়ে সৌ°দি আরবের তাবুক° থেকে জে°দ্দায় যাচ্ছিলে°ন বাংলাদেশি ওই নারী। বহনকারী° বিমানটি ৩৬ হাজা°র ফুট °ওপরে থাকা অবস্থায় হঠাৎ তার প্র°সব ব্যথা °শুরু হয়।সৌভাগ্য°ক্রমে ওই বিমানে

দুটি ফুটবল✓ দল ভ্রমণ কর✓ছিল এবং দুটি° দলের সঙ্গেই চিকিৎসক ছি°ল। তাদের নির্দে✓শনায় বিমানে✓ থাকা অন্য একজন °যাত্রী নিরাপ°দে মায়ের গ°র্ভ থেকে° শিশুটিকে ভূমিষ্ঠ ক°রেন। প্রাথমিক°ভাবে বিমানে থাকা °চিকিৎসকেরা শিশুটির না°ভির সঙ্গে সং°যুক্ত নাড়ি না

কা°টার পরামর্শ দেন°। বিমান অব°তরণের পর যথাযথ °মেডিকেল সহযোগিতা °নিয়ে শিশুটির না°ড়ি কাটা হয়°।প্রতিবেদনে আরও °বলা হয়, মা° ও সন্তান দুজন°ই সুস্থ আছেন। বিমানবন্দরে °°অবতরণের পর °জরুরিভি°ত্তিতে

কাছাকাছি একটি °হাসপাতালে °নিয়ে যাওয়া হয়° তাদের। এ বিষয়ে জেদ্দার কিং™ আবদুল °আজিজ বিমান°বন্দর কর্তৃপক্ষ জা°নিয়েছে, °বাংলাদেশি ওই ™°নারীকে

বহ™নকারী বিমানটি° কন্ট্রোল টাও°য়ারে সন্তান প্র✓°সবের বিষয়টি জানায়°। পরে দ্রুত° অবতরণের জ°ন্য বিমানটিকে বিমানবন্দ°রের সবচেয়ে °কাছাকাছি গে°টটি ব্যবহারের নির্দেশ দে°ওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *