সেনাঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্রের ২১ সেনা আহত

গত কয়েক দি’নে সিরিয়া ও ইরাকে’র বিভিন্ন সেনাঘাঁটিতে হামলা হয়ে’ছে। এতে অন্তত ২১ মা’র্কিন সেনা আহত হয়েছেন। পে’ন্টাগনের বরাতে ‘এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমা’ধ্যম বিবিসি। পেন্টাগ’ন জানিয়েছে, গত কয়েক

 

 

দিনে চালা’নো এসব হামলা’য় আহতদের অবস্থা গুরুতর নয়। তবে এ ‘সময়ে আতঙ্কে এক’ মার্কিন সেনা মারা গেছেন। হামলার আ’ঘাত থেকে রক্ষা পেতে’ নিরাপদে সরে যাওয়ার সময় হৃদরোগে’ আক্রান্ত হয়ে তার ‘মৃত্যু হয়।

 

 

ফিলিস্তিন ইসরায়ে”ল যুদ্ধের শুরু থেকে এ’খন পর্যন্ত তিন সপ্তাহে অন্তত ১২ বার’ ইরাক ও সিরিয়ার’ বিভিন্ন মার্কিন সেনাঘাঁটিতে’ হামলা হয়ে’ছে।আমেরিকান কর্মকর্তারা এ অঞ্চলে সব হা’মলার পেছনে ইরা’নি প্রক্সি গ্রুপকে দায়ী

 

 

করছেন। তাদে’র দাবি, লেবান’নের ‘হিজবুল্লাহ ও হামসকে অস্ত্র এ’বং অর্থ সহায়তা করছে’ ইরান। সংবাদমাধ্যম জানিয়েছে’, মার্কিন সেনাঘাঁটি’তে হামলার পর যুক্তরাষ্ট্র তাদের সে’নাঘাঁটিতে সৈন্যের সং’খ্যা বাড়িয়েছে।

 

 

এর মধ্যে সিরিয়ায় ৯০০ ও ই’রাকের ঘাঁ’টিতে ২৫০০ সেনা রয়েছে। এ ছাড়া এসব ‘ঘাঁটিতে আরও ৯০০ সেনা পাঠাচ্ছে দেশটি।এদিকে মার্কিন ‘এসব সেনাঘাঁটি’তে হামলার ঘটনায় ইরানের সর্বোচ্চ ধর্মী’য় নেতা আয়াতু’ল্লাহ আল খোমিনির

 

 

কাছে বার্তা পাঠিয়েছেন মা’র্কিন প্রেসিডেন্ট ‘জো বাইডেন।এ বার্তায় তিনি মধ্যপ্রাচ্যে’ বিভিন্ন স্থানে মার্কি’নিদের লক্ষ্য করে হামলার ব্যাপারে ‘সতর্ক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *