সিলেটে বিএনপি নেতা আটক

সিলেটে জাবে’দ আহমেদ নামে’ এক ‘বিএনপি নেতাকে আটক ‘ জালালাবা’দ থানা ‘পুলিশ। জানাগেছে, জাবেদ মইয়ারচর গ্রামে’র মৃত আবু’ তা’হেরের ছেলে এবং উপজেলা বিএনপির সভা’পতি আবু’ল কাসে’মের ভাতিজা।

 

 

জালালাবাদ থানার ও’সি’ সাইফুল ইসলাম আ’টকের বিষয়টি নিশ্চিত করে বলে’ন’, আটক জাবেদ সাজা’প্রাপ্ত আসামি।এ’দিকে ২৮ অক্টো’বর রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপি’র মহাসমাবেশে ‘যোগ দেওয়ার জন্য সিলেট জেলা

 

 

ও মহা’নগর বিএনপির ‘অনেক নেতা’কর্মী ইতোমধ্যে ঢাকায় গিয়ে পৌঁছেছে’ন। তবে এবারের ‘মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য তারা ভিন্ন’ কৌশ’ল অবলম্বন করছেন বলে জানা গেছে।সিলেট বি’এনপি’র নেতাকর্মীরা জানান,

 

 

প্রতিবার ঢাকায় কর্মসূচিতে’ যাওয়ার সময় যানবাহন বন্ধ থাকে। প’থে পথে তল্লাশিস’হ নানা’ প্রতিবন্ধকতার সম্মুখীন হন তারা। সে কারণে এ’বার তারা মহাসমাবেশের আগেই ঢাকায় যা’চ্ছে”ন।এছাড়া বা’স বা কোনো যানবাহন রিজার্ভ

 

 

করে  একসঙ্গে তারা ঢাকা’য় যাচ্ছেন না।নেতাকর্মীরা বলছেন, আবাসিক হোটেলে থা’কলে পুলিশ অভিযান চালিয়ে আটcক করতে পারে এ’ই বিষয়টি চিন্তা করে তারা বন্ধুবান্ধব cও আত্মীয়-স্বজনের ‘বা’ড়িতে উঠছেন অনেকেই।

 

 

দলীয় সূত্রে’ জানা গেছে, সিলে’ট জেলার ১৮টি ইউনিটের ৮ থেকে ১০ হা’জার নেতা-কর্মী’ মহাসমাবেশে যোগ দেবেন। এর বাইরে মহা’নগর বিএনপির আ’রও কয়েক হাজার নেতা-কর্মী ঢাকা’য় যাবেন। সবাই ব্যক্তিগ’তভাবে একক ও

 

 

দলবদ্ধভা’বে ট্রেন বা যাত্রীবাহী বা’সে ঢাকায় যাচ্ছেন।সিলেট মহানগ’র বিএনপির সভাপতি না’সিম হোসাইন বলেন, ব্যক্তিগ’তভাবে সবাইকে নিজেদের ম’তো করে ঢাকায় যাওয়া’র জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কো’নো বাস রিজার্ভ

 

 

করে ‘নয়, সবাই আলাদা আলাদাভা’বে ঢাকায় যাওয়া শুরু করে’ছেন। শুক্রবার রাতের মধ্যেই সবাই’ ঢাকায় পৌঁছে যাবেন।সি’লেটের কয়েকটি উপজেলার ‘নেতারা জানিয়ে’ছেন, জেলা বিএনপির সভাপতি আবদুল ‘কাইয়ুম

 

 

চৌধুরী’র নেতৃত্বে জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উ’পজেলা পর্যায়ে’র নেতাদের সঙ্গে সার্বক্ষণিক খোঁজ খবর’ রাখছেন। সবাইকে’ ব্যক্তিগতভাবে যাওয়ার জন্য নির্দেশনা’ দেওয়া হচ্ছে। সেই’ অনুযায়ী তৃণমূলের নেতা-কর্মীরা ‘ঢাকায়

 

 

যাওয়ার ‘প্রস্তুতি নিচ্ছেন। অনেকে চলে গেছেন’, কেউ কেউ পথে আ’ছেন।জেলা ও মহানগরের একাধিক ‘নেতার সঙ্গে কথা বলে’ জানা গেছে, মহাসমাবে’শকে সামনে রেখে সরকার’ দূরপাল্লার যানবাহন বন্ধ করে ‘দিতে পারে, এমন

 

 

আশঙ্কা’য় ‘আগেভাবেই অনেকে ঢাকায় যা’চ্ছেন। কর্মসূচিতে জেলা’র প্র’তিটি উপজেলা ও মহানগরের’ প্রতিটি ওয়ার্ডের নেতা-‘কর্মীরা যোগ দেবেন। এর বাইরে দলের’ সহযোগী সংগঠ’নের নেতা-কর্মীরাও মহাসমাবেশে  অংশ নেবেন।

 

 

বাধা বিপত্তি ও ‘পুলিশি হয়রানি এড়াতে সবা’ইকে আগেই ঢাকায় যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।জেলা’c বিএনপির সভাপতি’ আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বি’এনপি ও সহযোগী’ সংগঠনের উপজেলা পর্যায়ের নেতা-ক’র্মীদের

 

 

সঙ্গে ঢা’কায় যাওয়ার ব্যাপারে মুঠোফোনে সব সময় আ’লো’চনা হচ্ছে। সবাই খণ্ড খণ্ড দলে নিজেদের মতো করে’ ঢাকায় ‘পৌঁছাবেন। পরে নেতা-কর্মীরা একত্র হয়ে নির্দিষ্ট একটি’ জায়গায় মিলিত হয়ে মিছিল সহকারে সবাই

 

 

মহাসমাবেশে’ যোগ দেবেন।এদিকে মৌলভীবাজারে পুলিশ বিএনপির দু’জনকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।তারা ‘হলেন সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ‘মোস্তফাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক

 

 

মজনু আহম’দ এবং জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি’ আলী হোসেন।তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন: বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ :হারুনূর রশীদ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *