সিলেটে বিএনপির হামলায় ১০ আহত

সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনের হলরুমে অনুশীলনের সময় নাট্যকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার নগরের ক্বীন ব্রিজ এলাকার সারদা হলে এ ঘটনা ঘটে। বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীর এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ নাট্যকর্মীদের।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত জানান, সিলেটের ৮৭ বছরের ঐতিহ্যবাহী সারদা হল দীর্ঘ ১১ বছর ধরে এক রকম পরিত্যক্ত অবস্থায় ছিল। সম্প্রতি সিটি কর্পোরেশনের উদ্যোগে এটি সংস্কার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ভবনটি নতুন করে উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদ সেখানে নাট্য প্রদর্শনীর আয়োজন করে। এজন্য কর্মীরা সেখানে অনুশীলন করছিলেন।

তিনি আরো জানান, বিকেল পৌনে ৫টার দিকে বিএনপির একদল নেতাকর্মী অনুশীলনের মধ্যে ঢুকে নাট্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন। প্রতিবাদ করলে তারা নাট্যকর্মীদের ওপর হামলা চালান। এক পর্যায়ে নাট্যকর্মীরা পাল্টা ধাওয়া দিলে তারা বাইরে গিয়ে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে কমপক্ষে ১০ জন নাট্যকর্মী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এরই মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করেছি। তারা বিএনপির দলীয় লোগো সংবলিত টি-শার্ট পরা ছিল। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *