সিইসির সঙ্গে তিন গোয়েন্দা সংস্থাপ্রধানের বৈঠক

দেশের তিনটি গোয়ে’ন্দা সংস্থার তিন প্রধানের সঙ্গে পৃথকভাবে বৈঠক ‘করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী& হাবিবুল আউয়াল।মঙ্গলবার (৭ নভেম্বর) নির্বাচন ভবনের নি’জ দপ্তরে তিনজনের সঙ্গে পৃথক তিনটি রুদ্ধদ্বার বৈঠক ক’রেন তিনি।ইসি সূত্র জানায়, আজ

সকালে প্রতিরক্ষা’ গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজ’র জেনারেল হামিদুল হক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম সিইসির সঙ্গে আলাদা বৈ’ঠক করেন। এরপর বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার

(এনএসআই) মহা’পরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের।গোয়ে’ন্দা সংস্থার প্রধানেরা কী বলেছেন- সে বিষয়ে আনুষ্ঠা’নিক কিছু জানায়নি নির্বাচন কমিশন।তবে কমিশনের এ’কটি সূত্র বলছে, নির্বাচনী পরিবেশ সম্পর্কে সিইসিকে অবহিত ক’রেছেন গোয়েন্দা সংস্থার প্রধানেরা।

নির্বাচন ঘিরে কোনো’ সহিংসতা-সংঘাতের আশঙ্কা বা কোনো ধরনের প্র’তিবন্ধকতা আছে কিনা- সে সম্পর্কে গোয়েন্দা তথ্য কী’ ‘বলছে, এসব বিষয়ও সিইসিকে অবহিত করেছেন এই তিন গোয়েন্দা সংস্থার প্রধানেরা।

ডিজিএফআই,’ এসবি ও এনএসআইয়ের প্রধানেরা সিইসির সঙ্গে বৈঠক ‘করেছেন, কী বিষয়ে আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে’ ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, প্রতি’বারই জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমি’শনারের সঙ্গে গোয়েন্দা সংস্থার প্রধানেরা এ

ধরনের বৈঠক’ করে থাকেন। সিইসি স্যারের সাথে কী আলাপ হয়েছে’, সেটা আমি কীভাবে জানব? যেহেতু সামনে আমাদের’ নির্বাচনের তপশিল ঘোষণাসংক্রান্ত অন্যান্য বিষয় রয়েছে,’ এ জাতীয় সাক্ষাৎ, আলোচনা প্রতিদিনই হতে পারে। আ’পনারা যেমন আমাদের কাছে প্রতিদিন তথ্য

চাইছেন, এ ‘তথ্যগুলো দিতে গেলে আমাদেরও তথ্য সংগ্রহ করতে হবে।আ’গামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমি’শন। এ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করার জন্য আগা’মী বৃহস্পতিবার বঙ্গভবনে যাবেন নির্বাচন কমিশনাররা। এ’র পরের সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদের

তপশিল ঘোষ’ণা করা হতে পারে।কয়েকটি সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশ’নারদের মধ্যে মতানৈক্য রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে’ খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘ইসি সচিব দাবি করেন, নির্বাচন

কমিশনারদের ‘মধ্যে কোনো মতবিরোধ নেই।আগামী জাতীয় সংসদ নির্বাচনের’ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে রাষ্ট্রপতিকে অব’হিত করার জন্য আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে যাবে’ন নির্বাচন কমিশনাররা। এর পরের সপ্তাহে দ্বাদশ জাতীয়’ সংসদের তপশিল ঘোষণা করা হতে পারে।

ইসি কর্মকর্তা’রা বলছেন, নভেম্বরের প্রথমার্ধেই তপশিল ঘোষণার প্র’স্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ডি’সেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে’ ভোটগ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *