সিইসিকে খোলা চিঠিতে যা বলল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

নির্বাচন কমিশ’নের ডাকা ‘সংলাপে অং’শ না নিয়ে প্রধান নির্বাচন কমিশনা’রের (সিইসি’) কাছে খো’লা চিঠি দিয়েছে বাং’লাদেশের বিপ্লবী’ ওয়ার্কার্স ‘পার্টি। শনিবার (৪ নভেম্বর) বে’লা সাড়ে ১১’টায় রাজধানীর ‘তোপখানা রোডের কে’ন্দ্রীয় কার্যালয়ে’ এক সংবাদ’ সম্মেলনে দলটির সাধারণ স’ম্পাদক saifulla হ’ক এ ক’থা জানান।তিনি

বলেন, ‘আ’মরা এই আলোচ’না সভায় (‘ইসির সংলাপ) অংশগ্রহ’ণ করার প্র’য়োজন মনে করছি’ না। আমরা সুস্পষ্টভাবে’ মনে করি, ‘সরকার প্র’তিহিংসা ও প্রতিশোধাত্ম’ক অবস্থা’ন থেকে বিএনপি’সহ তাদের রাজনৈতিক বি’রোধীদের ও’পর যে পরি’স্থিতির তৈরি করেছে তা কোনো’ভাবেই এক’টি নিরপেক্ষ’ ও বিশ্বাসযোগ্য

নির্বাচনের সহা’য়ক নয়’। এ র’কম অবস্থা’য় একতরফা নির্বাচনের ‘তপশিল ঘোষ’ণা করা হবে ‘চরম দায়িত্বহীন পদক্ষেপ।’’তিনি আরও ব’লেন, নির্বাচন ‘কমিশনের এ রকম ত’ৎপরতা হবে ২’০১৪ ও ২০১৮ সা’লের মতো সরকার ও স’রকারি দলের ‘আরেকটি নী’লনকশা। আমরা

মনে করি, বি’দ্যমান অবস্থায় ‘তপশিল ঘোষণা’র অর্থ হবে বিরোধী’ দলসমূহকে’ নির্বাচনের বাইরে’ রেখে সরকার ও সরকা’রি দলের নির্বাচ’নী নীলনক’শা বাস্তবায়নের সহযোগী ‘হওয়া, ভো’টের অধিকার ব’ঞ্চিত দেশের জনগণ ‘ও বিরোধী ‘দলসমূহের বিরু’দ্ধে অবস্থান গ্রহণ

করা। ‘প্রধান নির্বাচন ‘কমিশনারের কা’ছে দেওয়া খোলা চিঠিটি সংবা”দ সম্মেলনে’ পড়ে শো’নান সাইফুল হক। সংবাদ সম্মেলনের পর সিইসির কা’ছে খোলা চিঠিটি পাঠানো’ হয়।সিইসি’কে খোলা চিঠি’ বিপ্লবী’ ওয়ার্কার্স পার্টির’রাজনৈ’তিক সংকট ‘নি’রসনের সামর্থ্য কমিশনের নেই : সিইসিদ্বা’দশ জাতীয় সং’সদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ ‘সার্বিক বিষয়ে ” জন্য আগারগাঁওয়ের

নির্বাচন ভব’নে শনিবার দুই’ ভাগে নির্বা’চন কমিশনের সঙ্গে ব’সে নিবন্ধি’ত রাজনৈতিক দলগু’লো। সেখানে বিএনপি ও’ বিপ্লবী ওয়ার্কার্স’ পার্টিসহ ক’য়েকটি দল উপস্থিত হয়নি।খোলা চিঠিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্র’স্তাব রেখে সাই’ফুল হক ব’লেন, আপনারা একটি সাংবিধানি’ক প্রতিষ্ঠান, সরকার বা আও’য়ামী

লীগের অঙ্গ’সংগঠন নন। দেশের বর্ত’মান পরিস্থিতিতে আপনাদের’ এই অবস্থান ‘সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিতে পারেন যে, দেশে এখন অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহ’ণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ নেই। এই কারণে তপ’শিল ঘোষণা পিছি’য়ে দিয়ে নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক দলসমূহের ম’ধ্যে আপনারা প্রয়োজনীয় রাজনৈতি’ক সমঝোতা প্রতিষ্ঠার তাগিদ দিয়ে বাস্তব ও নৈতিক অবস্থান গ্রহণ কর’তে পারেন।তিনি বলেন,

দে’শের ‘বিদ্যমান রা’জনৈতিক বাস্তবতায় বিরোধী দ’লসমূহ ও জ’নগণকে আস্থায় না নিয়ে’ একতরফা নির্বাচনের তপশিল ঘো’ষ’ণা দেশের নি’র্বাচনকে’ন্দ্রিক সংকট আরও ঘনীভূত ‘করবে এবং’ দেশকে ভয়ং’কর বিপর্যস্ত ও অনাকা’ঙ্ক্ষিত পরিস্থি’তির দিকে ঠে’লে দেবে। এ ধরনের একটা প”রিস্থিতি তৈরির ‘দায়দা’য়িত্ব আ’পনাদের ওপরও বর্তাবে। এটা’ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে,

দে’শে বর্তমান বাস্তবতায় বাস্ত’বে দলনিরপে’ক্ষ সরকার ব্যতি’রেকে অবাধ ও বিশ্বাসযোগ্য’ নির্বাচনের কো’নো অবকা’শ নেই।সংবাদ সম্মেলনে দলের ‘রাজনৈতিক পরি’ষদের সদস্য ব’হ্নিশিখা জামেলী, আনসার আ’লী দুলাল, ‘মীর নেওয়া’জ হোসেন মোস্তাক, আকবর ‘খান প্রমুখ নেতৃবৃ’ন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *