সাবের হোসেনের বাসায় ২ ঘণ্টা বৈঠক করলেন পিটার হাস

প্রধানমন্ত্রীর প°রিবেশ ও °জলবায়ুবি°ষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ ™আসনের সংস°দ স°দস্য সাবের °°হোসেন চৌধুরীর সঙ্গে™ বৈঠক ক✓রেছেন ঢাকায়° নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত° পিটার হাস।°আজ সোমবার °(৬ নভেম্বর)

রাজধানীর °পরীবাগে সাবে°র হোসেন চৌধু°রীর বাসায় প্রায় দুই ™ঘণ্টাব্যাপী এ ™বৈঠক হয়। ত™বে কী নিয়ে আলো°চনা হয়, °কোনো পক্ষ°ই তা নিয়ে কিছু বলেনি।এদিন দুপুর সো°য়া ২টার° দিকে °সাবের °হোসেন চৌধুরীর

বাসায় ঢুকে° বিকেল সো°°য়া ৪টার °দিকে বেরিয়ে যান পিটার হাস=। এ সময়° তিনি গণমা=°ধ্যমকর্মী°দের সঙ্গে কোনো ✓কথা বলেননি। °সাবের হোসেন চৌ°ধুরীও বাসা থেকে °বের হননি ধা✓রণা করা হচ্ছে°, এ বৈঠকে দেশের

সমসা°ময়িক রা°জনৈতিক পরিস্থি°তি, বিশেষ করে নির্বাচন নিয়ে গুরুত্বপূ°র্ণ বার্তা আ°দান-প্রদান হ°তে পারে।এর আগে°, রাষ্ট্রীয় অতি°থি ভবন প°দ্মায় গত ৩ নভেম্বর পররাষ্ট্র সচি°ব মাসুদ° বিন মোমেনে°র সঙ্গে ‘রুদ্ধদ্বার’

বৈঠক °করেন পিটা°র হাস। ত°বে কী নিয়ে আলোচনা হয়, কো°নো পক্ষই খো✓লাসা করে° কিছু বলেনি।এ ছাড়া রাজধানীর আ™°গারগাঁওয়ে গত °৩১ অক্টোবর নির্বাচন কমিশন °কার্যালয়ে বৈ°ঠক করেন °মার্কিন রাষ্ট্রদূত।

পরে গণমাধ্যমকর্মী°দের বলেন, নির্বাচ°ন ঘিরে রাজনৈতিক সহিংসতা কো✓নোভাবেই✓ কাম্য নয়°। নির্বাচনের আগে রাজনৈ°তিক দলগু✓°লোকে শর্তহী°ন সংলাপে বসার আহ্বানও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *