সাড়ে ৪ হাজার বছরের দুইটি পিরামিডের দরজা খুললো মিশর

মিশরের সাক্কারায় সাড়ে ৪ হাজার বছরের প্রাচীন পিরামিডের দরজা খুললো। শনিবার (২৭ মে) জনসম্মুখে মানুষ ও প্রাণীদের একগুচ্ছ মমি প্রদর্শিত হয়। খবর রয়টার্সের।

মিশরের প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক মোস্তফা ওয়াজিরি বলেন, দেশের পর্যটন শিল্পের জন্য নতুন দরজা খুললো। গেলো বছর শুরু হওয়া খননকাজ শেষ হয় চলতি মাসেই। মেলে দুইটি প্রাচীন পিরামিডের সন্ধান। যেগুলোর একটি ৩৮০ থেকে ৩৪৩ খ্রিস্ট পূর্বাব্দে নির্মিত। অন্যটি ৩০৫ থেকে ৩০ খ্রিস্ট পূর্বাব্দে নির্মিত হতে পারে। যেগুলোর ভেতর থেকে উদ্ধার হয় পাথরের বিছানা, মাটির তৈজসপত্র, ধর্মীয় কাজে ব্যবহৃত নৌকা এবং ন্যাট্রন সল্ট। বিশেষ এই লবণ মমি করার কাজে ব্যবহৃত হয়।

  • ছয় মাসের শিশুর গলায় লিচুর বিচি আটকে মৃ*ত্যু
  • পঞ্চগড়ে জা’নাজায় যাওয়ার পথে বাবা-ছেলেসহ ৩ বাইক আরোহীর মৃ’ত্যু

    এছাড়া, পোশাক-পরিচ্ছদের মাঝে ছিল উন্নত মানের লিনেন। পিরামিডগুলোয় মেলে দু’জন পুরোহিতের মমি। যারা ছিলেন তৎকালীন ফারাও’দের খাস ধর্মগুরু।

  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *