সাকিবকে টাইমড আউটের বুদ্ধি যিনি দিয়েছিলেন

আগেই বি°দায় নিশ্চিত° °হয়ে গেছে বাং°লাদেশের। কাগজে-কল✓মে কিছুটা আশা থাকলেও °কার্যত বিদায় হয়ে যায় ✓✓শ্রীলঙ্কারও। গতকাল দি°ল্লির অ°রুন জেটলি স্টেডি°য়ামে দুদলের ম্যাচ°টি বিশ্বকা°পের জন্য নিয়মরক্ষার হলেও চ্যাম্পি✓য়ন্স ট্রফি✓র আশা বাঁচি°য়ে রাখতে জয়টা গুরুত্ব°পূর্ণ ছিল। এমন ম্যা°চেই এক আ°উটে হইচই পড়ে

গেল বিশ্ব ক্রিকে°টে। আন্ত°র্জাতিক ক্রি°কেটের ১৪৬ বছরের ইতি°হাসে প্রথম ব্যাটার হিসে°বে টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যা°থিউস। বাংলা°দেশের বি°পক্ষে ম্যাচটিতে হেলমেট পরি°বর্তন করতে গি°য়ে সময়°ক্ষেপণ করেন ম্যাথি°উস। এর°পর আম্পা°য়ারের কা°ছে আপিল করেন টাইগার অধি°নায়ক সা°কিব আল হাসা✓ন। যার ফলে

প্রথমবা°রের মতো এই আ°উট °দেখল ক্রি✓কেট বিশ্ব। অব°শ্য নিয়মের ম°ধ্যে থেকেই অধি°নায়ক হিসেবে সাকিব আবেদন ক°রেছেন। এমসি°সির আইনে°র ৪০.১.১ নম্বর ধারা অনু°যায়ী, ‘একজন ব্যাটা°রের আ™উট হয়ে যাওয়া বা রিটা✓য়ার্ড হা✓র্টের পর যে ব্যাটস°ম্যান আসবেন, তাকে অথবা অ°ন্য ব্যাটস°ম্যানকে ৩ মিনি°টের মধ্যে বলের

মুখো™মুখি হওয়া™র জন্য প্রস্তুত হ°তে হবে। অন্যথায় যে ব্যাটস™ম্যান নামছেন, তাকে আ™উট হতে হবে।’ অব✓শ্য বিশ্বকা°পের প্লেয়িং কন্ডিশ°নে বলা আছে, এক্ষে°ত্রে সময়°টা ২ মিনিট। ম্যা°থিউস এদিন অতি°ক্রম করে গেছেন° দুটিই। যার° ফলে, বাংলা°দেশের আবেদনের

প্রেক্ষি™তে তাকে আ°উট দেন আম্পায়াররা। এদি°ন মাঠে আম্পায়া™রের সঙ্গে কথা বলছি™লেন সা™কিব, আর তাই প্রথ™মে মনে হয়ে™ছিল এটা তারই মস্তি™ষ্কপ্রসূত। ম্যাচ শেষে তিনি সং°বাদ সম্মেলনে জানি°য়েছেন, তাকে আবেদন কর°তে উৎসাহিত করেছি™লেন দলের এক ফিল্ডা°র।

সা™কিব বলেন, ‘আমা™দের একজন ফি™ল্ডার আমার কা™ছে এসে ব™লল, যদি আমি আবে™দন করি তাহলে (ম্যাথি™উস) সে আ™উট হয়ে যাবে। এরপ™র আমি আ™বেদন করি এবং আ™ম্পায়ার আ™মাকে জিজ্ঞেস করল আমি সি™রিয়াস কি না। এ✓টা নিয়মে আ✓ছে; জানি না সেটা ভু°ল নাকি সঠি°ক।’অবশ্য °কোন খেলোয়াড়

আবেদন ক°রার বুদ্ধি দিয়ে°ছিল °সেটি খোলাসা করেননি সাকিব। এমন° প্রশ্নে টা°ইগার অধি°নায়ক বলেন, ‘নাম বলা যা°বে না’। তবে °°দলীয় সূ°ত্রে জানা গেছে, সাকিবকে পরাম°র্শটা দিয়ে°ছিলেন মূল°ত নাজমুল হোসেন শান্ত। পরে ব্যাট ক°রতে নেমে যা°র সঙ্গে চ°লতি

বিশ্ব°কাপে নিজে°দের সবচেয়ে বড়° ১৬৯ রানের অনবদ্য জুটি গড়েন সা°কিব। সাকি°বের মনে হচ্ছি°ল যেন তিনি যুদ্ধে আ°ছেন, ‘মনে হ✓চ্ছিল যে™ন যুদ্ধে আছি, তাই যা করার ছিল, সে°টা করেছি আ°মি। এ নিয়ে° বিতর্ক হবে। কিন্তু এটা যদি নি°য়মে থা°কে, আমি সে°ই সুযোগ নিতে পিছপা হব° না। অবশ্য°ই এটা (টাই°মড আউট) আমাদের সাহায্য ক°রেছে সেটা অ°স্বীকার° কর°বো না।’

অন্যদিকে, এমন সিদ্ধান্ত নি°য়ে ক্ষোভ প্রকাশ করেন ম্যাথিউস। এমন✓কি প্রশ্ন তু°ললেন বাংলা°দেশ অধিনায়ক সাকিব আল হা°সানের কমনসে°ন্স নিয়ে°ও। লঙ্কান এই অভিজ্ঞ ক্রিকেটা°র মনে করেন সাকি°বরা খে°লাটাকে নিচে নামিয়েছে। ম্যা°থিউস বলেন, ‘আ°মি ভুল কিছু ক°রিনি। আমি যথাস°ময়েই মাঠে গিয়েছি। এটা হেল°মেটের ভুল

ছিল। আমি™ জানি না ™সা°কিবের ক°মনসে°ন্স কোথায় গেল তখ°ন, এটা সা°কিব ও বাংলা°দেশের কাছ থেকে অসম্মা°নজনক। তারা খেলা°টাকে এ°তো নিচে নামাল। আইন অনুযায়ী আ™™মি দুই মিনি✓টের ম°ধ্যেই সেখানে ছিলা=ম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *