সাউন্ড গ্রে’নেড বি’স্ফো’রণে কব্জি হারালেন পুলিশ সদস্য

গাজীপুরের ‘নাওজোড় এলা’কায় ঢাকা-টাঙ্গাই’ল মহাসড়কে আন্দোলনরত শ্র”মিকদের সঙ্গে পুলিশের ‘সংঘর্ষের সময় আর্মার্ড ‘পার্সোনেল ক্যারিয়ার ‘(এপিসি) কারের ভেতর সাউন্ড গ্রেনেড’ বিস্ফোরণের ঘট’না ঘটেছে। এতে তিনজন পুলিশ সদস্য ‘গুরুতর আহত হ’য়েছেন। এদের মধ্যে একজনে’র ডান হাতের ক’ব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত পুলি’শ সদস্যদের উদ্ধা’র করে ঢাকা মেডিকেল কলেজ হা’সপাতালে পাঠা’নো হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে’ ৩টার দিকে শ্রমি’কদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘ’টনা ঘটে। এ সম’য় পুরো নাওজোড় এলাকা রণক্ষেত্রে পরি’ণত হয়। অসাবধান’তাবশত এপিসি কারের ভেতর সাউন্ড’ গ্রেনেড বি’স্ফোরণে আহত হন তিন পুলিশ

সদস্য। স্থানী’য় সূত্রে জানা গেছে’, কারখানা শ্রমিকদের ন্যূনতম’ বেতন ২৩ হাজার টা’কা করার দাবিতে দীর্ঘদিন ধরে গাজীপু’রের কোনাবাড়ী, ‘কাশিমপুর, সফিপুর ও মৌচাকসহ আ’শপাশের বিভিন্ন’ কারখানার শ্রমিকরা আন্দোলন করে’ আসছেন। বুধ’বার সকালেও আন্দোলনে নামেন পো’শাকশ্রমিকরা। এ’ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে

এক নারী শ্রমিক ‘নিহত হন। এর’পর বেশ কয়েক ঘণ্টা পরিস্থিতি অ’নেকটা স্বাভাবি’ক ছিল।দুপুরের পর কোনাবাড়ী এলাকায় ‘পুলিশের’ সঙ্গে আবা’র সংঘর্ষে জড়ান শ্রমিকরা। বিকেল ‘সাড়ে ৩টার দিকে ‘ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়’ এলাকায় ব্যাপক ‘সংঘর্ষ হয়। এ সময় পুলিশের বেশ কয়ে’কজন’ সদস্য গুরুতর ‘আহত হন। পরিস্থিতি

আরও উত্ত’প্ত হয়ে ওঠে। প’রে পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাবে’র সমন্বয়ে শ্রমিকদে’র ধাওয়া দেওয়া হয়। এসময় প্রশাসনের ঊর্ধ্ব’তন কর্মকর্তা”রা ঘটনাস্থলে উপস্থিত হন। শ্রমিকরা পিছু’ হটে ঢাকা-টাঙ্গা’ইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর’তে থাকেন। এক’পর্যায়ে ভাওয়াল বদলে আলম সরকা’রি কলেজের সা’মনের ঢাকা-টাঙ্গাইল

মহাসড়কে আ’গুন জ্বালিয়ে’ বিক্ষোভ করেন শ্রমিকরা। গাজীপুরের শহী’দ তাজউদ্দিন ‘আহমদ মেডিকেল কলেজ হাসপা’তালের আবাসিক চি’কিৎসক রফিকুল ইসলাম জানান, আহ’তাবস্থায় পাঁচজন’ পুলিশ সদস্যকে হাসপাতালে’ নিয়ে আসা হ’য়েছে। এদের মধ্যে গুরুতর আহত পুলিশ’ সদস্য প্র’বীর (৩০), ফুয়াদ (২৮) ও

খোরশেদকে (৩০) উন্নত চি’কিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আশিকুল (২’৭) ও বিপুলকে (২৪) হাসপাতালে ভর্তি রেখে চিকি’ৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ফুয়াদের অবস্থা বেশি ‘গুরুতর, তিনি ডান হাতের আঙ্গুল ও কব্জির নিচের অংশে গু’রুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, এপিসি কারের ভেতরে পুলিশ সদস্যদের অসাবধানতায়’ বি’স্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা পু

লিশ সদস্যরা আ’হত হন। একজনের হাতের কব্জি মারত্মক ক্ষতিগ্রস্ত হ’য় ওই বিস্ফোরণে।গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ‘কমিশনার মো. মাহবুব আলম বলেন, বুধবার শ্রমিকদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষে মোট আটজন পুলিশ সদস্য আহত হয়ে”ছেন। এ’র মধ্যে সকালে কোনাবাড়ী এলাকায় সংঘর্ষের’ ঘটনায় ‘তিনজন ও বিকেলে নাওজোড় এলাকায় পুলিশ’-শ্রমিক সংঘর্ষে’র ঘটনায় পাঁচজন আহত

হয়েছেন। বিকে’লে যে পাঁচজ’ন পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের ‘মধ্যে শ্রমিক’দের সঙ্গে সংঘর্ষের দুইজন ও এপিসি কারে সাউ’ন্ড গ্রেনেড বি’স্ফোরণে আরও তিনজন আহত হওয়ার ঘট’না আছে। তাদে’রকে হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যায়’ শ্র’মিকরা ম’হাসড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি ক্রমেই’ স্বাভাবি’ক হয়ে যায়।এদিকে ঢাকা মেডিকেল কলেজ হা’সপাতালের জরুরি বিভাগের আবাসিক

সার্জন ডা. মো আলা’উ’দ্দিন বলেন, গাজীপুর থেকে গুরুতর আহত অ’বস্থায় ‘তিনজন পুলিশকে জরুরি বিভাগে আনা হয়ে’ছে। এদের মধ্যে ফু’য়াদ নামে এক পুলিশ সদস্যের ডান হা’তের কব্জি উ’ড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *