সর্বাত্মক অবরোধের প্রস্তুতি বিএনপিসহ বিরোধীদের

সরকারের পদত্যাগসহ ‘একদফা’ দাবিতে এক দিন বিরতির পর আজ বুধবার থেকে বিএনপির ডাকে সারা দেশে পঞ্চম দফায় ফের ৪৮ ঘণ্টার ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি শুরু হয়েছে। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এবি পার্টি, বাম গণতান্ত্রিক

জোটসহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে।পঞ্চম দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধের আগের দিন রাতে রাজধানীর মিরপুর এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১ নম্বর বেড়িবাঁধ এলাকায় মানারাত বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন

নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এরপর রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বরে একটি বিআরটিসি বাসে এবং রাত ১১টার দিকে মিরপুর বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় শুকতারা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেমিরপুরে বাসে আগুন দেওয়ার সময় বিএনপির তিন নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মো. ফারুক

হোসেন জানান, মিরপুরে বিআরটিসি বাসে আগুন লাগানোর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে মিরপুর ১০-এ জ্যামে আটকে থাকা দোতলা বাসের সিটে আগুন লাগানো হয়। এতে তিনটি সিট পুড়ে যায়। ঘটনাস্থল থেকে একজন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন হাফিজুর রহমান, শহীদুল ইসলাম ও মো. শামীম।

তাদের জিজ্ঞাসাবাদ চলছে।এদিকে অবরোধ কর্মসূচি সফলে নানামুখী প্রস্তুতি নিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। নেতাকর্মীরা পৃথকভাবে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করছেন।বিএনপির নেতাকর্মীরা বলছেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে

তপশিল ঘোষণার পাঁয়তারা শুরু করেছে সরকার। তারা কঠোরভাবে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের উচিত হবে দ্রুত তপশিল নাটক বন্ধ ও পদত্যাগ করা।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল কালবেলাকে বলেন, সরকার দেশের জনগণ ও গণতান্ত্রিক বিশ্বের দাবি উপেক্ষা করে আবারও একতরফা

নির্বাচন করতে উন্মত্ত-উদ্ভ্রান্ত হয়ে গেছে।শুক্রবার পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ শুরুআজ বুধবার থেকে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলোর ডাকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলবে শুক্রবার ভোর পর্যন্ত। গত সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা

করেন। তিনি বলেছেন, একদফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে গ্রেপ্তার হাজারো নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ১৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি

দেওয়া হলো এবং সমমনা জোটগুলো একই কর্মসূচি ঘোষণা করবে। এই অবরোধে গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।এর আগে চার দফায় ১৯৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি করেছে বিএনপি। গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ নির্ধারিত সময়ের আগেই শেষ

হওয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো ‘কঠোর’ কর্মসূচিতে যায়।অবরোধ পালনে সর্বাত্মক প্রস্তুতি দলগুলোর এদিকে হামলা-মামলা উপেক্ষা করে সরকারের পদত্যাগের দাবিতে চলমান অবরোধ কর্মসূচি সফলে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বিএনপি, জামায়াতসহ প্রায় সব দল এবং জোট।

দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, এই আন্দোলন দেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ড. শাকিরুল ইসলাম খান শাকিল বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশের জনগণ ও গণতান্ত্রিক বিশ্বের মতামতকে উপেক্ষা করে সরকার আবারও একতরফা নির্বাচনের পথেই এগোচ্ছে। ফলে বিএনপিসহ বিরোধী

দলগুলো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। জানা গেছে, চলমান কর্মসূচি ঘিরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীরা বাসাবাড়িতে থাকতে পারছেন না। তারা গ্রেপ্তার এড়াতে আত্মীয়-স্বজনের বাসাবাড়ি কিংবা ধানক্ষেত বা জঙ্গলে রাতযাপন করছেন। বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও

প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, মিথ্যা ও গায়েবি মামলায় বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীরা বাসাবাড়িতে ঘুমাতে পারছে না।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন কালবেলাকে বলেন, ক্ষমতাসীন সরকার ও তাদের পেটোয়া দলদাস পুলিশ বাহিনীর

নির্যাতন, হামলা-মামলায় নেতাকর্মীরা বাড়িছাড়া।
জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন বলেন, জুলুম-নিপীড়নে বিএনপির আন্দোলনকে থামানো যাবে না। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন, মামলা-হামলার ভয় দেখিয়ে লাভ নেই। জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

আলমগীর হোসেন কালবেলাকে বলেন, পুলিশের নির্যাতনে ঠিকমতো বাসাবাড়িতে থাকতে পারি না। তবুও বিএনপির হাইকমান্ডের নির্দেশে সব কর্মসূচি পালন করে আসছি। একই ধরনের মন্তব্য করেন কয়েকটি জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা।
মোহাম্মদপুরে বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৬

এদিকে গত ২৯ অক্টোবর বিএনপির ডাকা হরতালে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে আগুনের ঘটনার মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার র্যাব-২-এর সহকারী পরিচালক শিহাব করিম এ

তথ্য জানান। এর আগে বাসে আগুনের ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি নাশকতার মামলা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. জাবেদ, মুন্না, মো. তারেক, মো. রাব্বি, ওসমান গনি এবং মো. হারুন-অর-রশিদ। তারা সবাই মামলার এজাহারভুক্ত আসামি। শিহাব করিম বলেন, ২৯ অক্টোবর হরতালের দিন মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তা মোড়

অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি মামলা হয়। গ্রেপ্তার হওয়া ৬ জন সেসব মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর র্যাব তাদের থানায় পাঠিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *