সব ফিলিস্তিনি বন্দি মুক্তির মতো যথেষ্ট ইসরায়েলি বন্দি আছে: হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের ডেপুটি চিফ সালেহ আল-আরৌরি বলেছেন, ‘ইসরায়েলি

 

 

কর্তৃপক্ষের হাতে আটক ফিলিস্তিনিদের সবাইকে মুক্ত করার মতো যথেষ্ট সংখ্যক ইসরায়েলি বন্দি আমাদের হাতে রয়েছে।’ আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

 

 

হামাস নেতা বলেন, ‘আমরা বহু ইসরায়েলিকে হত্যা করেছি এবং বন্দি করেছি। লড়াই এখনও চলমান।’

 

 

হামাস নেতা সালেহ আল-আরৌরি বলেন, ‘(ইসরায়েলের) কারাগারে আটক বন্দিদের মুক্তি আসন্ন।

 

 

আমাদের হাতে যত সংখ্যক আছে তাতে সবাইকে মুক্ত করে আনা যাবে। লড়াই যত দীর্ঘস্থায়ী হবে আমাদের মুক্তি পেতে যাওয়া বন্দির সংখ্যা ততই বাড়বে।’

 

 

আটক ইসরায়েলি বন্দিদের মাঝে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছেন হামাস নেতা। তবে তাদের পরিচয় বা পদবি প্রকাশ করতে চাননি তিনি।

 

 

শনিবার ভোরের হামাসের হামলার পর ইসরায়েলের ৩০০ জন নিহতের কথা জানা গেছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় ২৩০ জন নিহতের তথ্য জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *