সচিব ছাড়া ইসির গণমাধ্যমে কেউ কথা বলবেন না, আদেশ জারি

নির্বাচন কমি’শনের সচিব ছাড়া’ কেউ ‘গণমাধ্যমের সাথে কথা বলবে’ন না। নি’র্বাচন’ কমিশন (ই’সি) সচিব মো. জাহাংগীর আলমকে মুখপা’ত্র করে এমন ‘একটি অফিস আদেশ ‘জারি ক’রা হয়েছে।রোববার (৫

নভেম্বর) এ সংক্রান্ত আদে°’শটি জারি করে’ছেন ইসি°র জনসংযোগ পরিচালক `মো. শরিফুল আলম•।আদেশে •বলা হয়েছে, নির্বাচন কমি৳শন (কার্যপ্রণা°লি) বিধিমালা,° ২০১০ এর বিধি° ১১ (৩)° এর আলোকে কমিশনের° মুখপাত্র হিসেবে গণমাধ্যমে°র প্রতিনিধিগণকে° ব্রিফ দেও°য়ার জন্য ইসি সচি°বালয়ের সচি°বকে কমিশন

°কর্তৃক মনো™°নীত করা হয়ে°ছে। নির্বা°চন কমিশনের প্রতিনিধি হি™সেবে সচিব™ গণমাধ্য™মকে ব্রিফিং করবেন °এবং তিনি ক°মিশনের মুখপা°ত্র হিসেবে দায়ি°ত্ব পালন °করবেন। অফি°স আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ ^সচিব,

সব মন্ত্র™ণালয়/°বিভাগে সচিব, মহা°পুলিশ ™পরিদর্শক, অন্যান্য ™আইনশৃঙ্খলা বাহিনীর প্রধা°ন, জেলা° প্রশাসক, পু°লিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হ°য়েছে।একাদশ জাতীয় সংসদ নি°র্বাচনের আ°গেও এমন °অফিস জারি

করেছিল ইসি। °দ্বাদশ জাতীয় °সংসদ নির্বাচনের তপশিল™ নভেম্বরের° প্রথমার্ধেই ঘো°ষণা করতে চায় সংস্থাটি। আর° ডিসেম্বরে°র শেষ থেকে° জানুয়ারির প্রথম সপ্তাহে°র মধ্যেই নির্বা°চন সম্পন্ন করা পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *