সংসদ অধিবেশনের আগমুহূর্তে বোমা হামলা

গ্রীষ্মকালীন বিরতির পর আজ রোববার আবারও বসছে তুরস্কের সংসদ। রোববারের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ সব সংসদ সদস্য যোগ দেবেন। তবে সংসদ অধিবেশন শুরুর আগে দেশটির রাজধানী আঙ্কারার পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। পুলিশ সদরদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ ভবন কাছাকাছি হওয়ায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর ডেইলি সাবাহ ও আলজাজিরা।রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, পুলিশ সদরদপ্তরে দুজন সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছে। তারা একটি হালকা ধরনের গাড়ি নিয়ে সদর দপ্তরের ভবনে ঢোকার চেষ্টা করে। এ সময় তাদের একজন বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দিয়েছে। অন্যজনকে পুলিশ নিরস্ত্র করেছে। এ ছাড়া এ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে। হামলার পরপর সংসদ ভবন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গ্রীষ্মকালীন বিরতির পর আজই তুর্কি সংসদ বসছে। দুপুর ২টার দিকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ সব সংসদ সদস্য সংসদে উপস্থিত হবেন।
তবে হামলার পেছনে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে আলজাজিরা। কয়েক দিন আগেই জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। এরপরই এ বোমা হামলার ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *