সংকট উত্তরণে ইসলামী সমাজের ৩ দফা

আসন্ন দ্বাদ’শ জাতীয়’ সংসদ নির্বা’চনকে কেন্দ্র করে সরকারি জো’ট’ এবং সরকারবিরোধী’ জোট পাল্টাপাল্টি কর্মসূচির ম’ধ্য দিয়ে’ এখন মুখোমুখি অবস্থান গ্রহণ করেছে। ফলে’ দেশে’ সংঘাত, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটছে। এমন ‘পরিস্থিতিতে সং’কট উত্তরণে ইসলামী বিধানে

দেশ পরিচাল’না ‘ছাড়াও ৩ ‘দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ‘সমাজ।’শনিবার (১১ নভেম্বর) সকালে সেগুনবাগি’চার’ ঢাকা রিপো’র্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে’ ই’সলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ূন কবীর এ’ই ‘তিন দফা ঘোষণা করেন।

কর্মসূচিসমূ”হ হলো-
এক. দে’শে চ’লমান সংঘাত ও সংঘর্ষ থেকে বাঁচতে দেশের ‘মসজি’দে মসজিদে দোয়া ও মোনাজাত, দুই. প্রশাসন’কে’ চিঠি প্রদান, তিন. ঢাকায় ৫টি পথসভা ও ১৬ ডি সেম্বর ‘কুমিল্লার দাউদকান্দিতে কুশিয়ারা খানবাড়ী

বালুর’ মাঠে’ বিশেষ সভা। এসব কর্মসূচি আগামী ১৩ নভেম্বর ‘থেকে :৩১ ডিসেম্বর পর্যন্ত পালন করা হবে।এ সময় ‘ইসলা:মী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর বলেন,’ আসন্ন’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র

করে স’রকারি’ জোট এবং সরকারবিরোধী জোট এক ভয়া’বহ সং ঘাত ও সংঘর্ষের মুখোমুখি অবস্থান নিয়েছে। ফলে ‘জাতী’য় জীবনে চরম হতাশা ও দুর্দশা নেমে এসেছে। ‘এ ‘ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সীমাহীন

দুর্নীতি ও’ লু’টপাটের কারণে দেশের মানুষ দিশেহারা। এসবের ‘মূল ‘কারণ হচ্ছে- আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের ” মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং পরিচা’লনা ক’রাদেশবাসীর উদ্দেশে তিনি বলেন, সমাজ ও

রাষ্ট্র গঠ ন এ’বং পরিচালনায় প্রতিষ্ঠিত মানবরচিত ব্যবস্থা ত্যাগ ক’রে’ জীবনের সব ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন ব্য’বস্থা’ ইসলামের আইন-বিধান গ্রহণ করাই মুক্তির একমাত্র ‘উপা’য়। সেই লক্ষ্যেই সমাজ ও রাষ্ট্রে ইসলাম

প্রতিষ্ঠার ‘আন্তরি’ক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী সমাজ।সরকারি ‘জোট এ’বং সরকারবিরোধী জোটসহ সব রাজনৈতি’ক নে’তাদের দৃষ্টি আকর্ষণ করে ইসলামী সমাজের’ ‘এই আমির বলে’ন, সমাজ ও রাষ্ট্র গঠনে

মানবরচি’ত’ ব্যব’স্থা পরিহার করে হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদ’র্শিত পদ্ধ’তিতে মহান আল্লাহর বিধানের ভিত্তিতে সমাজ ও রা’ষ্ট্র ‘গঠনে সবাইকে এগিয়ে আসুন। এতে সমাজ ও রা’ষ্ট্রে শা’ন্তি প্রতিষ্ঠিত হবে এবং পরকালেও

নাজাতের ব্য’বস্থা ‘হবে।এ সময় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ই’সলামী’ সমাজে শামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠায় ঈমানি, নৈ’তিক ‘ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান।সং’বাদ ‘সম্মেলনে উপস্থিত ছিলেন- ইসলামী

সমাজের কে’ন্দ্রীয় নে’তা মুহাম্মাদ ইয়াছিন, বিভাগীয় দায়িত্বশীল- মুহা’ম্মা’দ’ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমী’র হো’সাইন, মো. নুরুদ্দিন, মুহাম্মাদ আলী

জিন্নাহ, মো’. আজমু”ল হক, মো. সেলিম মোল্লা, হাফিজুর র’হমান, আ’সাদুজ্জামান বুলবুল, মোহাম্মাদ আবু বকর সিদ্দীক’ ও সাই’ফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *