শি জিনপিংকে নির্বাচনে হস্তক্ষেপ করতে বারণ করলেন বাইডেন

চীনের প্রেসি’ডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে’ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ”জো বাইডেন। বৈঠকে শি জি’নপিংকে আসন্ন যুক্তরাষ্ট্রের নি’র্বাচনে হস্তক্ষেপ কর’তে বা’রণ করেছেন বাইডেন।

বুধবার (১৫’ নভেম্বর) সান ফ্রা’ন্সিসকোতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যম’ বিবিসির এক প্রতিবেদ’নে এ তথ্য জানা গেছে।

বাইডেন বলে’ন, আমি আশা করি’ চীন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ’ করবে না। এদিন যুক্তরা’ষ্ট্র ও চীনের মধ্যকার সামরিক যোগাযো’গ আবারও শুরুর ঘোষণা ‘দিয়েছেন বাইডেন।

তাইওয়ান ইস্যুতেও চী’নের প্রেসিডেন্টের সঙ্গে’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন’ প্রেসিডেন্ট। তিনি ‘জানান, তাইওয়ানের সঙ্গে বর্তমানে যে’ সম্পর্ক রয়েছে তা ‘পরিবর্তনের ইচ্ছা নেই

যুক্তরাষ্ট্রের’। এ ছাড়াও রাশিয়া-ই’উক্রেন যুদ্ধ ও গাজা সংঘাত নিয়েও চী’ন ও যুক্তরাষ্ট্রের আলো’চনা হয়েছে বলে জানিয়েছেন বাইডেন। তিনি’ বলেন, যেসব অ’ঞ্চলে চীনের কর্মকাণ্ড নিয়ে

উদ্বেগ রয়েছে’ তা নিয়ে আলোচনা’ হয়েছে। সংবাদ সম্মেলনের শেষ দিকে’ চীনের আবারও স্বৈ’রশাসক হিসেবে আখ্যায়িত করেন বাইডেন। এ’ নিয়ে এক সাংবাদিকে’র প্রশ্নের জবাবে মার্কিন

প্রেসিডেন্ট ব’লেন, দেখুন, তি’নি এমন একটি দেশ পরিচালনা করেন যা এ’কটি কমিউনিস্ট দেশ’। ওই দেশের সরকারের গঠন আমাদের ‘থেকে সম্পূর্ণ আলাদা।’ এই অর্থে তিনি একজন স্বৈরশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *