Facebook আর ফ্রি নয়? লগ ইন করলেই টাকা লাগবে! বদলে যাবে সব নিয়ম

Facebook: আর ফ্রি-তে Facebook নয়! বড় বদল হতে পারে এবার।
আর ফেসবুক ফ্রি নয়! এবার কি তা হলে গুনতে হবে টাকা! এদিকে, ফেসবুক তো বহু মানুষের জীবনে অভ্যেসের মতো হয়ে দাঁড়িয়েছে!
আসলে পুরো গণ্ডগোলটাই পাকিয়েছে ফেসবুকের বিজ্ঞাপনগুলিকে কেন্দ্র করে। অনেকেই ফেসবুকের বিজ্ঞাপন দেখে দেখে বিরক্ত।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক একটি সাবস্ক্রিপশন প্ল্যান লঞ্চ করেছে আগেই। সেখানে বলা হয়েছে, বিজ্ঞাপন দেখতে না চাইলে ৫ ডলার দিয়ে সেই প্ল্যান নিতে হবে। তবে মেটা এমন কিছু এখনও করেনি।
ফেসবুক খুললেই ডানদিক, বাঁ-দিক, এমনকী ভিডিওর মাঝেও চলে আসে বিজ্ঞাপন। তা নিয়ে বিরক্ত বহু ইউজার।
এখন জানা যাচ্ছে, এবার মেটা একটি সাবস্ক্রিপশন প্ল্যান আনতে পারে। সেই প্ল্যান আপাতত হবে ইউরোপিয়ান ইউজারদের জন্য। তারা নির্ধারিত অর্থ দিয়ে সাবস্ক্রিপশন নিলে আর বিজ্ঞাপন দেখতে হবে না।
ফেসবুকের ফ্রি ভার্সনে কিন্তু একইভাবে বিজ্ঞাপন চলবে। তবে ইউরোপের বাইরের দেশগুলির ইউজারদের জন্য মেটা কী ভাবছে, তা এখনও জানা যায়নি।
ফেসবুক কি ফ্রি ভার্সন-এর জন্যও টাকা নেবে? এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। তবে এই নিয়ে এখনও কোনও পাকা খবর নেই।
মেটা চাইছে, যাঁরা বিজ্ঞাপন দেখতে চান না তাঁরা সাবস্ক্রিপশন নিক। এতে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন, দুই দিক থেকেই উপার্জন হবে তাদের।
সূত্র: নিউজ 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *