রাশিয়া গেল হামাসের প্রতিনিধি দল

ইসরায়েলের সঙ্গে’ চলমান সংঘাতে’র মধ্যেই রাশিয়ায় গেছেন ফিলি’স্তিনের স্বাধীনতাকা’মী সংগঠন হামাসের একটি প্রতিনিধি’ দল। রুশ প’ররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহ’স্পতিবার এই তথ্য ‘জানিয়েছে দেশটির একাধিক

 

 

বার্তা সংস্থা”। এ বিষয়ে আরব নি’উজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘গাজায় বন্দী রুশ’ নাগরিকসহ বিদেশি জিম্মিদের মু’ক্তির বিষয়ে আ’লোচনা করতেই বৃহস্পতিবার মস্কোতে পা ‘রাখে হামাসের প্র’তিনিধি দলটি।

 

 

রুশ সংবাদ সংস্থা তাস ‘জানিয়েছে, প্রতি’নিধি দলটির মধ্যে হামাসের জ্যেষ্ঠ নেতা’ আবু মারজুকও’ আলোচনায় উপস্থিত ছিলেন। প্রতিবেদনে ব’লা হয়েছে—ইসরা’য়েল, ইরান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ’বং গাজা নিয়ন্ত্র’ণকারী হামাস সহ

 

 

মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ পক্ষে’র সঙ্গে রাশি’য়ার সম্পর্ক রয়েছে। ইসরায়েল-হা’মাস সংঘাতের জ’ন্য রাশিয়া বারবার মার্কিন কূটনীতিকদের’ ব্যর্থতাকে দা’য়ী করেছে। এ অবস্থায় ইসরায়ে’ল ও হামাসের ম’ধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি স্থাপনের

 

 

জন্য আ’বারও আলোচনা শু’রু করার আহ্বান জানিয়েছে মস্কো। গা’জায় ইসরায়েলের’ অভিযান পশ্চিমাদের সমর্থনপুষ্ট—রা”শিয়ার এমন মন্ত”ব্যের জন্য হামাস রুশ পররাষ্ট্র মন্ত্র”ণালয় ও প্রেসিডে’ন্ট ভ্লাদিমির পুতিনের

 

 

প্রশংসাও ক”রেছে। উল্লেখ্য, গত ‘৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ ক”রে ১ হাজার ৪০০ ‘জনকে হত্যার পাশাপাশি দুই শতাধিক’ মানুষকে বন্দী করে’। এর পর থেকেই ধারাবাহি’কভাবে গাজা শহরে”র বোমাবর্ষণ করছে

 

 

ইসরায়েল। এই ‘হামলায় ৭ হাজা’রের বেশি সাধারণ ফিলিস্তিনি ‘নিহত হয়েছে। নিহ’ত এসব ফিলিস্তিনির বেশির ভাগই নারী ও ‘শিশু। আজ বৃহস্প’তিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের’ মুখপাত্র মারিয়া জা’খারোভা একটি সাপ্তাহিক

 

 

ব্রিফিংয়ে ব’লেছিলেন, ইরানের ‘উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কা’নিও বর্তমানে মস্কো ‘সফর করছেন। জাখারোভা বিস্তারিত’ কিছু না বললেও জানা’ গেছে, বাঘেরি কানি

 

 

ইরানের প্রধান ‘পরমাণু বিষয়ক’ আলোচক। ইসরায়েলের সঙ্গে বিরোধে ইরা’ন হামাসের শক্তি’শালী সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *