রাজধানীতে যেখানে সমাবেশ করতে বলছে ডিএমপি

রাজধানীতে আ’গামী ২৮ অক্টোবর’ যারা সমাবেশ করতে চেয়ে ডিএ’মপিতে চিঠি’ দিয়েছিল তাদে’র রাস্তা ছাড়া যে কোনো মাঠে সমা’বেশ করতে বলে’ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্প’তিবার (২৬ অক্টোব’র) এ বিষয়ে

 

 

আওয়ামী ‘লীগ ও বিএনপিকে ‘চিঠি দেওয়া হয়েছে বলে ডিএমপির ‘সংশ্লিষ্ট সূত্রে জানা গে’ছে।অনুমতির বিষয়ে ঢাকা মহানগর পুলি’শের (ডিএমপি) কমি’শনার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও উ’ল্লেখ করে পল্টন ‘থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

 

 

(ওসি) সালাহউদ্দি’ন মিয়া বলেন’, ‘কমিশনার স্যার আমাদের কা’ছে এই বিষ’য়ে মতামত চেয়েছেন। সেই মতামত দেওয়ার জন্য ও অনু’ষ্ঠান চলাকা’লীন নিরাপত্তা পরিকল্পনা প্রণয়েনর জন্য আ’মরা কিছু তথ্য তা’দের কাছে জানতে

 

 

চেয়েছি। কি’ন্তু তার মানে এই ‘নয় যে, তারা যে স্থানের জন্য আবেদ’ন করেছেন, সেখা’নে তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না ‘মর্মে সিদ্ধান্ত হ’য়েছে।’এর আগে সমাবেশের অনুমতি চেয়ে’ ডিমপিতে চি’ঠি দেয় আওয়ামী লীগ ও

 

 

বিএনপি। তাদের চিঠির জবাব’ও দিয়েছে ডিএমপি। আওয়ামী’ ‘লীগের চিঠি”তে বলা হয়, সমাবেশে মুক্তাঙ্গন, জিরো পয়ে’ন্ট, স্টেডিয়া’ম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ”দক্ষিণ গেট ‘এবং গোলাপশাহ্ মাজার সংলগ্ন

 

 

রাস্তায় ট্রাফি”ক ব্যবস্থা জোর’দার ও অনুমতি দেওয়ার জন্য অনুরোধ ক’রা হলো। সমা’বেশে অংশগ্রহণ করবেন বাংলাদেশ আ’ওয়ামী লীগের কে’ন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, সংস’দ সদস্য এবং ঢা’কা মহানগর উত্তর-দক্ষিণ

 

 

আওয়ামী লী’গের নেতারা। ‘অনুষ্ঠানের অনুমতি ও ট্রাফিক ব্যবস্থা গ্রহ’ণ করার জন্য অনুরোধ করছি।চিঠির জবাবে সমাগমের সম’য়, সংখ্যা, বিস্তৃতি”সহ বিভিন্ন তথ্য চেয়েছে পুলিশ। পাশাপাশি জননিরাপ’ত্তাজনিত কারণে বায়তুল

 

 

মোকাররমে’র দক্ষিণ গেটে ‘সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কো’থায় হতে পারে এমন’ বিকল্প দুটি নাম চেয়েছে।অন্যদিকে বি’এনপির চিঠির জ’বাবে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃ’তিসহ নানা তথ্য চে’য়েছে পুলিশ।

 

 

এ ছাড়া জননিরাপত্তাজ’নিত কারণে নয়াপ’ল্টনে সমাবেশের অনুমতি দেওয়া না গে’লে কোথায় হতে ‘পারে এমন বিকল্প দুটি নাম চাওয়া হয়েছে’।চিঠিতে উল্লেখ ‘করা হয়, সমাবেশের লোক সমাগম ক’খন শুরু হবে এবং ‘সমাবেশ কখন শেষ হবে? সমাবেশে কী প’রিমাণ লোক হবে? সমাবেশটি

 

 

নয়াপল্টনে বিএনপি কে’ন্দ্রীয় কার্যালয়ের’ সামনে থেকে ঠিক কোন কোন স্থানে পর্যন্ত ‘বিস্তৃত হবে? সমা’বেশে বক্তব্য প্রচারের জন্য কোন কোন’ স্থানে মাইক স্থাপন’ করা হবে? সমাবেশে অন্য কোনো রাজ’নৈতিক দলের নে’তাকর্মীরা

 

 

অংশগ্রহণ করবেন কি না? সমা’বেশে অভ্যন্তরীণ ‘শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব স্বেচ্ছাসে’বক নিয়োগ করা’ হবে কি না? হলে, তার সংখ্যা কত? জননিরাপত্তাজ’নিত কার’ণে নয়াপল্টনে অনুমতি দেওয়া সম্ভ’ব না হলে বিকল্প দুটি ‘ভেন্যুর নামও প্রস্তাব করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *