যে শর্তে ৭০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিন

ইসরায়েলের ৭’০ জিম্মি’কে মুক্তি দিতে চলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকা’মীদের সংগঠন ‘হামাস। দলটি জানিয়েছে, শর্ত মানলে এস’ব জিম্মিদের মু’ক্তি দেওয়া হতে পারে।

মঙ্গলবার (‘১৪ নভেম্বর) ‘আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা’নো হয়েছে।’হামাস সোমবার জানায়, তারা কাতারের ‘মধ্যস্থতায় ৭০ ‘জিম্মিকে মুক্তি দিতে চলেছে। এ জিম্মিদের’ মধ্যে নারী ও’ শিশুরা রয়েছেন। বিষয়টি নিয়ে আলোচনা ‘চলছে। গাজায়’ পাঁচ দিনের যুদ্ধবিরতির শর্ত

মানলে এ’সব জিম্মিদের ‘মুক্তি দেওয়া হবে। হামাসের সামরিক ‘শাখা আল-কা’সেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা’ বলেন, জিম্মি’দের মুক্তির জন্য পুরো গাজা উপত্যকায়’ পাঁচদিনের যুদ্ধ’বিরতির শর্ত মানতে হবে।

এছাড়া এ’ অঞ্চলের সব ‘জায়গায় মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনার’ সুযোগ দিতে ‘হবে। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এক’টি রেকর্ডেড’ অডিও শেয়ার করে এ তথ্য জানান তি’নি।এ সময় ‘তিনি এ জিম্মি বিনিময় প্রক্রিয়া

দীর্ঘায়িত ও’ এড়িয়ে যাও’য়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন। ‘এর আগে গত’ শনিবার (১১ নভেম্বর) মার্কিন সংবাদমা’ধ্যম নিউইউয়র্ক’ টাইমের এক প্রতিবেদনে বলা হয়, প্রাথ’মিকভাবে দুটি’ প্রস্তাবকে সামনে রেখে হামাসের

সঙ্গে আ’লোচনা চালিয়ে’ যাচ্ছে ইসরায়েল। এর একটি প্রস্তাবের ‘আওতায় অল্প’সংখ্যক বেসামরিক নাগরিককে মুক্তি দেও’য়া হবে। অন্য এ’কটি প্রস্তাবের আওতায়

১০০ বা তার বে’শিসংখ্যক বে’সামরিক বন্দিকে মুক্তি দেবে ফিলিস্তিনি’ যোদ্ধারা। এ’ই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ‘এসব তথ্য ‘জানায় নিউইয়র্ক টাইমস। গত ৭ অক্টোবর গা’জা সীমান্তব’র্তী ইসরায়েলের বেশ কয়েকটি

অঞ্চলে সামরি’ক অ’ভিযান চালায় হামাস। এ সময় প্রায় আড়াইশ’’ ব্যক্তিকে ব’ন্দি করে প্রতিরোধ যোদ্ধারা। যারমধ্যে ইসরায়েলে’র সা’মরিক বাহিনীর সদস্য ছাড়াও রয়েছেন উ’ল্লেখযোগ্য’ সংখ্যক বেসামরিক নাগরিক।

এসব বেসামরিক’ বন্দিদের’ মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছে বলে’ জানা যায়’। ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা’র অংশ হি’সেবে প্রাথমিকভাবে ১০-২০ জন বন্দিকে’ মুক্তি দি’তে পারে প্রতিরোধ যোদ্ধারা। এদের মধ্যে ইসরায়ে”লি নারী, শিশু’সহ বিদেশি বন্দিরা থাকার

সম্ভাবনা রয়েছে। ‘গাজায় যুদ্ধ’বিরতি কার্যকর করা হলে এ প্রস্তাব বা’স্তবায়ন করবে হামাস’সহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধারা। প’রবর্তীতে স্থায়ীভাবে ‘যুদ্ধবিরতি কার্যকর করা হলে বাকি বে’সামরিক বন্দিদে’র মুক্তি দেওয়া হবে বলে জানায় সংশ্লি’ষ্ট একটি সূ’ত্র। ইসরায়েলি কর্মকর্তারা

।জানান, বেসামরি’ক বন্দি’দের মুক্তির বিনিময়ে হামাস স্থায়ী যুদ্ধবি’রতি ছাড়াও’ গাজায় আরও বেশি ত্রাণ সহায়তা, হা’সাপাতলগুলোর জন্য’ পর্যাপ্ত জ্বালানি এবং ইসরায়েলি’ কারাগারে ‘আটক ফিলিস্তিনি নারী ও শিশুদের

মুক্তির প্রস্তাব ”দিয়েছে। ‘যদিও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে কে’নো প্রকা’র নিশ্চয়তা দিতে পারেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। অ’ন্যদিকে ইস’রায়েলের সামরিক বাহিনীতে যোগদা’নে সক্ষম ‘কোনো পুরুষকে বন্দিদশা

থেকে মুক্তি দিতে অস্বী’কৃতি জানিয়ে”ছে হামাস। জানা যায়, মধ্যপ্রাচ্যে’র রাষ্ট্র কা’তারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলে’র মধ্যে’ এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রে’র ঊ’র্ধ্বতন কর্মকর্তারাও জড়িত আছেন বলে

জানায় মার্কি’ন সংবাদমা’ধ্যমটি। মার্কিন কর্মকর্তারা গাজায় মানবিক স’হায়তা পৌঁ’ছে দিতে ইসরায়েলি হামলা বন্ধের পক্ষে মতা’মত দিয়েছে’ন বলে প্রতিবেদনে উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *