যে কারণে বিমানবন্দর থেকে ফিরতে হলো কানাডাগামী ৪২ বাংলাদেশিকে

কানাডার টরেন্টো’য় ‘বিয়ের ‘দাওয়াত’ খাওয়া হলো না ৪২ বাংলাদেশির।’ বিমান বাংলাদেশ ‘এয়ারলাইন্সের পাসপোর্ট ‘চেকিং ইউনিট ফেরত ‘পাঠিয়েছেন তাদের। ৬ নভেম্বর ‘সিলেট থেকে ইমিগ্রেশন’ সম্পন্ন করে তারা বিমানে উঠেছিলে’ন। ৭ নভেম্বর ঢাকায় ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ’রে ট্রানজিট হয়ে তাদের’ টরেন্টোগামী বিমানের

বিজি ৩’০৫ ফ্লাইটে ওঠার ক’থা ছিল। কিন্তু হোটেল বুকিংসহ ‘প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে না পারায় বাধ সাধেন বিমান’ কর্মকর্তারা। অব’শেষে তাদের রেখেই উড়াল দেয় বিমা’ন। সারারাত বিমান’কর্তাদের সঙ্গে দেনদরবার করে ব্যর্থ হ’য়ে শেষ পর্যন্ত ‘তারা লাগেজ নিয়ে বাড়ির পথ ধরেন। নি’র্ভরযোগ্য সূত্র জা’নিয়েছে, একই আমন্ত্রণপত্র ও

জাল কাগজপত্র’ দিয়ে এরা ‘সবাই কানাডার ভিসা পেয়ে’ছিলেন। বিষয়টি তদ’ন্ত করছে বিমান কর্তৃপক্ষ। ঢাকার এ’কাধিক সূত্র জানায়, ট’রেন্টো ও সিলেটের একটি সি’ন্ডিকেট জাল কাগজ’পত্র তৈরি করে এদের ভিসা করায়। কানা’ডায় যেতে আগ্রহী’ সিলেটের প্রায় শতাধিক ব্যক্তি ও ‘পরিবারের সঙ্গে চু’ক্তি করে এই সিন্ডিকেটের

সদস্যরা। ”তারা এসব ব্যক্তির না’মে টরেন্টোয় একটি কাল্পনিক ‘বিয়ের দাওয়াতপত্র’ তৈরি করে। একইসঙ্গে প্রয়োজনীয়’ সব কাগজপত্র জাল ‘তৈরি করে আলাদাভাবে ভিসার জন্য’ আবেদন করে।কাল্প’নিক এই বিয়ের কনের পিতা আ’মন্ত্রণ করেন কয়েকজ’নকে, কনের মা আমন্ত্রণ করেন ‘কয়েকজনকে, কনের’ ভাই ও মামা আমন্ত্রণ করেন

কয়েকজ’নকে। এমনকি কনে নি’জেও কয়েকজনকে বিয়ের আমন্ত্রণ ‘জানান। অনেকটা আ’শ্বর্যজনকভাবে প্রায় সবাই ভিসা পেয়ে’ যান। অথচ টরেন্টোর’ একাধিক সূত্র জানায়, ইনভাইটেশ”ন অনুযায়ী, এ রকম’ কোনো বিয়ের অনুষ্ঠান নেই। ভুয়া বিয়ের কার্ড ছাপানো হয়ে”ছে। মূলত চুক্তিতে মোটা অংকে”র টাকা নিয়ে এদের” কানাডা নিয়ে যাওয়া

হচ্ছিল। সিলেটে “একটি সূত্র জানা”য়, অক্টোবরের মাঝামাঝি” সময়ে এই সিন্ডিকে”ট ২৫ জনকে নিরাপদে কানাডা পাঠা”তে সক্ষম হয়। অ”ক্টোবরের শেষ সপ্তাহে আরও প্রায়” ৮ জন পৌঁছান” কানাডায়। এরা সবাই এরইমধ্যে ট”রেন্টোয় রিফুউজি ক্লে”ইম করেছেন বলে জানা গেছে। ৬ ন”ভেম্বর এই সিন্ডিকে”ট একসঙ্গে ৪২ জনকে

কানাডা পাঠাতে” সিলেটে ইমিগ্রেশ”ন সম্পন্ন করে। ঢাকায় বিমানের এক”টি দায়িত্বশীল সূত্র” জানায়, ৬ নভেম্বর সোমবার রাতে বিমা”নের টরেন্টো” ফ্লাইট ধরতে তারা ঢাকায় শাহ”জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে”র ট্রানজিটে অপেক্ষা “করছিলেন। এ সময় তা”দের আচরণে বিমানের পাসপোর্ট “চেকিং ইউনিট সদ”স্যদের সন্দেহ হয়। তারা

দেখতে “পান প্রায় সবার সাদা “পাসপোর্টে কানাডার ভিসা লাগানো র”য়েছে। এতে সন্দেহ আ”রও বেড়ে যায়। বিমান কর্মকর্তারা তা”দের আমন্ত্রণপত্র ও “হোটেল বুকিং দেখতে চান। এ সময় ৪২ জন যাত্রী”ই একই বিয়ের আমন্ত্রণপত্র দেখান। “”হোটেল বুকিং দেখতে চা”ইলে কয়েকটি বাড়ি ভাড়ার ডকু”মেন্ট দেখানো হয়। “যাত্রীরা বলেন, তারা

যেহেতু বিয়ে”তে যাচ্ছেন, এজন্য” একসঙ্গে থাকতে বাড়ি ভাড়া করা হ”য়েছে। কোনো “কোনো যাত্রী এ সময় এয়ারপোর্টে ব”সেই টরেন্টোতে থাকা” আত্মীয়ের মাধ্যমে হোটেল বু”কিং করান। কানাডা”য় এক বিয়েতে বাংলাদেশ থেকে একসঙ্গে” এত অতিথি! অ”বাক হয়ে যান বিমান কর্মকর্তা”রা। এ সময় বিমান” কর্মকর্তারা তাদের ভিসার

সত্যতা যা”চাই করতে সিঙ্গাপুর” ও দিল্লিতে ই-মেইল পাঠান। যা”ত্রীদের জানানো হয়,” কানাডা বর্ডার এজেন্সি নিশ্চিত করলেই “তারা বিমানে উ””ঠতে পারবেন। ফ্লাইট চলে গেলে”ও বিমান কর্তৃপক্ষ নিজ” দায়িত্বে সবাইকে হোটেলে রা”খবে এবং ১১ নভেম্বরে”র ফ্লাইটে যাওয়া নিশ্চিত ক””রবেন। কিন্তু পরদিন” সকাল পর্যন্ত সিঙ্গাপুর ও

দিল্লি থেকে “কোনো তথ্য না” পাওয়ায় বিমান কর্তৃপক্ষ পাসপো”র্টে সিলেটের দেওয়া “ইমিগ্রেশন সিল কেটে দিয়ে লাগেজসহ, তাদের বিদায় ক”রেন। এই ৪২ যাত্রীর লাগেজ অফলোড করতে ওইদিন টরেন্টো “ফ্লাইট প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা” ছাড়ে। বিমানের আরেক”টি সূত্র জানায়, বিমানের ই-মেইল পাওয়ার পর কানা”ডা বর্ডার এজেন্সি

এই যাত্রীদের ন”থি দিল্লিতে তৃতী”য় পক্ষ দিয়ে পর্যালোচনা করায়।” সূত্রমতে, পর্যালোচনা রিপো”র্ট দেখে কানাডা বর্ডার এজেন্সির “কর্মকর্তারাই অবাক হ”য়ে যান। শুধু এই ৪২ জন নয়, “একই বিয়ের অনুষ্ঠা”নের আমন্ত্রণপত্রে প্রায় ৭৫ জনেরও বেশি” লোকের ভিসা হয় এ”বং এরই মধ্যে প্রায় ৩৩ জন “কানাডা পৌঁছে গেছেন। কা”নাডা বর্ডার এজেন্সি

বিষয়টি বিমা”ন কর্তৃপক্ষকে জা”নিয়েছে। বিমান সূত্র জানায়, এ”সব যাত্রী টরেন্টো পৌঁ”ছে ইমিগ্রেশনে আটকা পড়লে প্রত্যে”ক যাত্রীর জ”ন্য ১৮০০ ডলার করে জরিমানা হতো বি”মানের। আর এরা যে”তে না পারায় বিমানের ক্ষতি হয়েছে প্রায়” কোটি টাকা। বিমা”ন কর্তৃপক্ষ এর দায়ভার যাত্রীদের “ওপর বর্তাতে চাচ্ছে। আর” যাত্রীরা বলছে,

আমাদের “ভিসা বৈধ, যেতে দেয়”নি বিমান কর্তৃপক্ষ। সুতরাং টিকি”টের দায় যাত্রীদের” দেওয়ার সুযোগ নেই।সিলেট থেকে” এই ৪২ যাত্রী কী”ভাবে বোর্ডিং কার্ড পেয়েছে” তা তদন্ত করতে গত” বৃহস্পতিবার বিমানের অভ্যন্তরীণ “তদন্ত টিম সিলেটে “যায়। তারা ওই সময়

বিমানবন্দরে” দায়িত্ব পালনকা”রী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তদ”ন্ত টিম ফেরত যাওয়া “যাত্রীদের সঙ্গে কথা বলতে চাইলে”ও যাত্রীরা তাদের “ডাকে সাড়া দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *