যে কারণে এক মিনিট নীরব থাকবে সব স্কুল-কলেজ

দেশের সব স্কুল-ক’লেজে ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূ-চি পালন করা হবে। আগামী’কাল রোববার স:কাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পাল’ন করা হবে। জানা -গেছে শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে এমন- উদ্যোগ নেওয়া ‘হয়েছে।

স্কুল-কলেজগুলো-কে এমন নির্দেশনা দেও’য়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু প’রিবর্তন মন্ত্রণালয়।

উদ্যোগে আয়ো’জিত এই ক’র্মসূচি পালনে স্কুল-কলেজ:গুলোকে নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশি’ক্ষা অধিদপ্তর (মাউশি’)। অধিদপ্তর থে’কে বিষ’য়টি জানিয়ে আদেশ জারি :করা হয়েছে।

আদেশে বলা হ’য়, শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেনতা’মূলক কার্যক্রমের অংশ’ হিসেবে ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব ‘মিনিট পালন করি’

স্লোগানকে সাম’নে রেখে পরিবেশ, বন ও জল’বায়ু পরিবর্তনে নেওয়া কর্মসূচির আলো’কে শিক্ষা’প্রতিষ্ঠান’গুলোতে সকাল ১০টা থেকে ১০’টা ১ মিনিট পর্যন্ত ‘১ মিনিট শব্দ:হীন’ কর্মসূ’চি পালনের জন্য ‘নির্দেশ দেওয়া হলো।

  • প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনীকে যে বার্তা দিলেন : সিইসি
  • সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *