যে কর্মসূচি স্থগিত করল বিএনপি’র

সরকারের দমন-পী°ড়নের প্রতি°বাদে আগা°মীকাল ৭ নভেম্বর °‘জাতীয় বিপ্ল™ব ও সংহতি দিব°স’র দলীয় কর্মসূচি স্থ°গিত করেছে° বিএনপি°। আজ সোমবার (৬ নভেম্বর) বি°কেলে এক ভা°র্চুয়াল সংবা°দ ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহা°সচিব রুহুল° কবির রি°জভী এই কথা

জানান।তি°নি বলেন, এক° মনুষ্যহীন ভ°য়ংকর পরিবেশের মধ্যে বাস কর°ছে আজ°কে গণতন্ত্র°কামী মানুষ, আজকে জাতীয়তাবা°দী শক্তি। এই° কারণে আগা°মীকাল আমাদের যে কর্মসূচি থা°কে ৭ ন°ভেম্বরে, সরকা™রের নিষ্ঠুর-নির্দয় নিপীড়নের °প্রতিবাদে সে°ই কর্মসূচি ™°স্থগিত থাকছে।

শহীদ প্রে°সিডেন্ট জি°য়াউর রহমা°নের মাজারে যাওয়ার যে কর্মসূচি সেই কর্মসূচি স্থগি™°ত থাকছে।°৭ °নভেম্বর দিবস°টিকে বিএনপি =‘জাতীয় বি°প্লব ও সংহতি দিবস’, আওয়া°মী লীগ ‘মুক্তি°যোদ্ধা-সৈনিক °হত্যা দিবস’ এবং জাসদ ‘সি°পাহী-জনতার° অভ্যুত্থান দিব°স’ হিসেবে পালন করে। প্রতি° বছর এই দি°বসের দিন বি°এনপির

নেতাকর্মীরা° সকালে রা°জধানীর শেরেবাং°লা নগরে প্রয়াত রাষ্ট্রপতি° জিয়াউর রহ°মানের কবরে পুষ্প°মাল্য অর্পণ করে থাকে।°১৯৭৫ সালের ১৫ আ°গস্ট °বঙ্গবন্ধু শেখ মুজিবুর° রহমান স্বপ°রিবারে নিহত হও™য়ার পর সেনা প্রধানের™ দায়িত্বে আ°সেন জিয়াউর র°হমান। এরপর

মুক্তিযুদ্ধের ™অন্যতম সেক্ট°র কমান্ডার খালে✓দ মোশাররফে°র নেতৃত্বে সেনা° বাহিনীতে এ°কটি অভ্যুত্থান হয়, জিয়া হ°ন গৃহব°ন্দি। ৭ নভেম্বর° মুক্তিযুদ্ধের আরেক সেক্টর ক✓মান্ডার কর্নেল °তাহেরের নে°তৃত্বে পাল্টা অভ্যুত্থানে আ°টকাবস্থা থেকে° মুক্ত হন জি°য়াউর রহমান। এর মধ্য °দিয়ে ক্ষমতার কে°ন্দ্রবিন্দুতে চ°লে আসেন

জিয়া। ক্ষমতা°সীন দলের স°মালোচনা করে সংবা°দ ব্রিফিংয়ে °রিজভী বলেন, যা°রা ’৭৫ সা°লে গণতন্ত্রকে হত্যা করে°ছিল এবং এখন °যারা পুনরায় °নব্য বাকশাল কায়েম ক°রেছে, তা°রা আবার°ও নতুন ✓কায়দায় বিরোধী দলের কণ্ঠ°কে স্তব্ধ করে দে°ওয়ার জন্য বি✓°এনপি অফিসে তালা °লাগিয়েছে। বিএন°পি মহাসচি°বসহ

গুরুত্বপূর্ণ° নেতৃবৃন্দকে গ্রে°প্তার করেছে। অ°নেক নেতা বাসায় থাকতে °পারছেন না,° তাদের নামে° মিথ্যা মামলা দিয়েছে, °হাজার °হাজার লক্ষ ল°ক্ষ কোটি° কোটি মানুষ ঘরছাড়া হয়ে°ছে।° বেগম খালেদা° জিয়া°কে মিথ্যা

মামলায়° সাজা দিয়ে আ°জকে তাকে কা°রান্তরীণ রাখা হয়েছে, °তাকে বন্দি ক°রে রাখা হ°য়েছে, আজকে তিনি অসুস্থতা°য় নানাভাবে নি°র্যাতিত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *