যুদ্ধ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সাথে কি কথা বলেন সৌদি প্রিন্স সালমান

ফিলিস্তিন ও’ ইসরায়েল যুদ্ধ নিয়ে জা’পানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স’ঙ্গে ফোনে কথা বলে’ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ‘মোহাম্মদ বিন সাল’মান।

 

 

এ সময় ফোনে তারা গাজায় সাম’রিক উত্তেজনা নিয়ে আ’লোচনা করেন। খবর আরব নিউ’জের।সৌদি ক্রাউন’ প্রিন্স জোর দিয়ে বলেন, গাজায় বেসাম’রিক লোকজনকে

 

 

‘টার্গেট করাকে হায়েনার মতো অপরাধ ‘ও নৃশংস হামলা ‘বলে বিবেচনা করে সৌদি আরব। ৭ অক্টোবর’ হামাসের হামলার’ জবাবে গাজায় বসবাসরত ‘২৩ লাখ মানুষের

 

 

বিরু’দ্ধে পূর্ণাঙ্গ অবরোধ আরোপ ক’রেছে ইসরায়েল। এ’তে গাজার ২৩ লাখ মানুষের জীবন কঠিন এ’ক নির্মমতার মুখে। এ’কদিকে বোমা হামলা, অন্যদিকে চা’রদিকে নাই নাই

 

 

অব’স্থা।এসব সামরিক অভিযান বন্ধের ‘জন্য শক্তিশালী উ’দ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে প্রি’ন্স মোহাম্মদ বি’ন সালমান বলেন, এই উত্তেজনা প্রশ’মন করতে হবে।

 

 

‘কারণ, এতে আঞ্চলিক ও বৈশ্বিক নিরা”পত্তা, শান্তি ও স্থি’তিশীলতা হুমকির মুখে পড়তে পারে।এর ‘আগে ইরান, ‘তুরস্ক ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে’ একই বিষয়ে

 

 

ক’থা বলেছেন সৌদি আরবের পর’রাষ্ট্রমন্ত্রী প্রিন্স ‘ফয়সাল বিন ফারহান। বুধবার তিনি জেদ্দায় ইরানে’র পররাষ্ট্রমন্ত্রী’ হোসেন আমির আবদুল্লা’হিয়ানের সঙ্গে কথা’ বলেন।

 

 

সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি বলেছে’ন, গাজায় চলমান যু’দ্ধ বন্ধে আন্তর্জাতিক ও আঞ্চলিক ‘সব পক্ষের সঙ্গে ‘যোগাযোগ করছে সৌদি আরব। গাজা প’রিস্থিতি নিয়ে

 

 

ও’আইসির জরুরি অধিবেশনে’র এক ফাঁকে হো’সেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন’ সৌদি পররাষ্ট্রম ,ন্ত্রী।সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তি’নিদের পক্ষে অনড়

 

 

‘প্রতিশ্রুতি দিচ্ছে সৌদি আরব।’ ফিলিস্তিনি জন’গণের জন্য বৈধ অধিকার ও তা নিশ্চিত করার ‘জন্য বিস্তৃত এ’কটি শান্তি পরিকল্পনার উদ্যো’গকে সমর্থন ”করে সৌদি আরব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *