যুদ্ধে নিহত সেনার সংখ্যা জানাল ইসরায়েলিরা

৭ অক্টো”বর হামাসের’ আকস্মিক হামলার পর ফিলিস্তিনের গাজা উপ’ত্যকায় ইসরা’য়েলি স্থলবাহিনীও পাল্টা অভিযান শুরু করে।’ এবার এক ‘মাসব্যাপী চলমান ‍যুদ্ধে নিহত ইসরায়েলি ‘সেনার সংখ্যা’ প্রকাশ করল আইডিএফ।

আইডিএফ’ জানায়, ‘গত এক মাসের স্থল অভিযানে ৪৬ জন সে’না নিহত হয়ে’ছেন। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানি’য়েছে ইসরা’য়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডি’এফ)।ইসরায়ে’লের সেনাবাহিনী জানিয়েছে, তারা আরও দু’ই ইসরায়ে’লি সেনার পরিচয় নিশ্চিত করেছে।

তাদের ‘মধ্যে একজন’ মেজর রয়েছেন।নিহত ওই দুই সেনার ‘মধ্যে একজ’নের বয়স ২১ বছর। তিনি সার্জেন্ট পদমর্যা’দার। তার নাম’ রোয়ে মারম। তিনি রানানা

বাসিন্দা। ‘এ ছাড়া অন্য’জন হলেন মেজর রাজ আবুলাফি:য়া। তিনি রিশ:ফনের রিজার্ভ ফোর্সের সদস্য। তারা উভয়ে ‘গাজায় যু:দ্ধকালে নিহত হয়েছেন।সেনাবাহিনী জানিয়েছে,’ ওই দুই সেনা’র একজন সোমবার সন্ধ্যায়

এবং অন্যজন ম”ঙ্গলবার সকালে’ নিহত হন। গাজায় স্থল অভিযান ‘পরিচালনাকালে ফিলিস্তিনি’ বাহিনীর হামলায় তারা নিহত হন।সেনাবাহিনী ‘আরও জানায়, ‘ফিলিস্তিনিদের হামলায় এ দুই সেনা নিহত ‘ছাড়াও আরও ‘চারজন আহত হয়েছেন।এর আগে ব্লুমবা’র্গ জানায়, ফি’লিস্তিনের অবরুদ্ধ

গাজা উপত্যকার’ ওপর ইসরায়ে’ল যে আগ্রাসন চালিয়ে আসছে তাতে তেল’আবিবের প্রতিদি’ন ২৬ কোটি ডলার খরচ হচ্ছে। পত্রি’কাটি জানায়’, প্রথম দিকে যেভাবে ধারণা করা হয়েছিল তার চেয়ে’ এই যুদ্ধে অ’নেক বেশি খরচ হচ্ছে। এতে ইসরায়েলে’র অর্থনীতির’ ওপর বড়

রকমের চাপ সৃষ্টি হচ্ছে।গত ৭ অ’ক্টোবর যুদ্ধ শু’রুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের ক্ষতি হয়ে’ছে ৮০০ কোটি’ ডলার। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় গত মাসে’ যে পরিমাণে’ অর্থ ধার করেছে তার চেয়ে শতকরা ৭৫ ভাগ

বে’শি চলতি ‘নভেম্বর মাসে ধার করবে।ব্লুমবার্গের রিপোর্টে ‘বলা হয়েছে, নে’তানিয়াহু সরকার গাজা আগ্রাসনের জন্য অর্থে’র জোগান’ দিতে ক্রমেই বন্ডের দিকে ঝুঁকছে। গাজার বিরু’দ্ধে আগ্রা’সন ইসরায়েলের ৪৮৮ বিলিয়ন ডলারের ‘অর্থনীতিতে ভূ’মিকম্পের সৃষ্টি করেছে এবং ইসরায়েলের

ভেতরে ‘হাজার হাজার ‘ব্যবসা বাধাগ্রস্ত করছে।ফিলিস্তিনের গাজা উ’পত্যকায় গত ‘এক মাসেরও বেশি সময় ধরে যে যুদ্ধ চলছে, তা’কে ১৯৫৩ সা’লের আরব-ইসরায়েল যুদ্ধের পর ওই অ’ঞ্চলের সবচেয়ে’ ভয়াবহ যুদ্ধ বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *