মেজর হাফিজের বিএনপি ছাড়ার গুঞ্জন, কী বললেন রুমিন

সামনে দ্বা”দশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে কদিন পরেই তপশিল “”ঘোষণা করা হবে। যাকে ঘিরে রাজনৈতিক দলগুলোর” মধ্যে “চলছে টানটান উত্তেজনা। এর মধ্যেই আলোচ”নায় আসে “বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ

উদ্দিন আহ”মেদ। গু”ঞ্জন উঠে দল ছাড়ার। এ বিষয়ে কথা বলেছেন “সাবেক “সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিকবি”ষয়ক “সহসম্পাদক ব্যারিস্টার রুমিন

ফারহানা।” সম্প্রতি” একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ “নিয়ে তিনি” বিষয়টি নিয়ে কথা বলেন।টকশোতে ব্যারি”স্টার রুমিনের” কাছে জানতে চাওয়া হয়, মেজর (অব”.) হাফিজ'” উদ্দিন আহমেদ বলেছেন, তিনি নতুন

দল “করছেন” না, দলে সংস্কার চেয়েছেন। তবে তিনি তারেক ” উদ্দেশ্য করে বলেছেন, দলকে সংস্কার করুন। এভাবে’ রাজনৈতি’ক দল চলে না। খালেদা জিয়া যতদিন সুস্থ ছিলেন দলে ‘কোনো সমস্য হয়নি। তার অনেক কথায়

ফুটে’ উঠে’ছে তারে’ক রহমানের কারণে দলে অসন্তোষ, ফলে দ’লটি ভাঙার ‘পথে?জবাবে রুমিন ফারহানা বলেন, আমরা ‘দেখেছি, ‘একিউএম বদরুদ্দোজা চৌধুরী যখন বিএনপি’ থেকে চলে’ গেলেন এবং নতুন বিকল্পধারা তৈরি

করলে’ন, সেটি ‘কিন্তু শেষ পর্যন্ত টিকেনি। তার ব্যক্তিগত প্রোফাইল ‘উজ্জ্বল’ কম ছিল না, তারপরও টিকতে পারেননি। ‘ পরিণতি বহন করতে হয়েছে কর্নেল অলিকে।

তিনি ‘এলডিপি করে’ছেন। কিন্তু সেই এলডিপি এখন বিএনপি জোটে’র সঙ্গে। ‘আরও পেছনে যদি যায়, মান্নান ভূঁইয়াকে’ দেখেছি ‘তিনিও আর রাজনীতিতে টিকতে পারেনি। নো বডি’ ‘হয়েই তাকে পৃথিবী থেকে চলে যেতে

হয়েছে। তারও আগে’ যদি যাই, বিএনপি যখন আশির দশকে’, সেই ‘সময় বিএনপি ভাঙার একটা প্রচেষ্টা চালানো হ’য়েছিল’। কিন্তু সফল হয়নি।সুতরাং বিএনপি থেকে চলে’ গিয়ে অ’তীতে কেউ ভালো কিছু করতে

পারে’নি। একই কথা ‘আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য যে, আও’য়ামী লীগ’ থেকে চলে গিয়ে বড় কিছু করেছে সে নজি’রও নেই। ”ইতিহাস পর্যালোচনা করে যদি দেখি, তা হলে’ দেখতে পাব’, বিএনপির ভাঙার কোনো সম্ভাবনা

আছে বলে আ’মি ব্যক্তি’গতভাবে মনে করি না।প্শ্ন হতে পারে ‘মেজর হাফি’জ তা হলে কেন প্রেস কনফারেন্স করলেন’? আমি এক’জন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে মনে ক’রি, তিনি ‘সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন।

কারণ ‘তার আগেই’ তথ্যমন্ত্রী তার ব্যাপারে কথা বলেছেন। সে কথা’ ভেসে বে’ড়াচ্ছিল। সেই সময় হয়তো সাংবাদিকরা পৃথক ‘পৃথক যোগাযো’গ করছিল হয়তো। সে জন্য সবাইকে ” ডেকে কথা বলেছেন। সেখানে মেজর হাফিজ

স্পষ্ট’ করে বলে’ছেন, বিএনপি যদি নির্বাচনে যায়, সে দল থে’কেই তার’ নির্বাচনে যাওয়া উচিত এবং বিএনপির হয়েই’ নির্বাচনে’ অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *