মির্জা ফখরুলের ‘মুক্তির’ দাবিতে ৬৭ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি

বিএনপি’র মহাসচিব’ মির্জা ফখরুল ইস’লাম আলমগীরকে অবিলম্বে মুক্তি’ দেওয়ার দাবি’ জানি’য়েছেন দেশের বিভিন্ন পেশার ৬৭’ জন বিশিষ্ট ‘ব্যক্তি।আজ শুক্র’বার (৩ নভেম্বর) এক বিবৃতিতে’ তারা বলেন’, গণতান্ত্রিক রা’জনৈতিক সমাজ

 

 

প্রতিষ্ঠার’ জন্য জা’তি আজ উন্মুখ’। বর্তমান’ প্রধানমন্ত্রী নিজেও এ’ বিষয়ে তার অ’ঙ্গীকারের কথা ব’লেছেন। আগামী তিন মাসের’ মধ্যে একটি নি’রপেক্ষ সরকারে’র তত্ত্বাবধানে জাতীয় নি’র্বাচনের অনুষ্ঠা’নের মধ্য দিয়ে’ সেটি করার দাবি

 

 

জোরালো হ’চ্ছে।তারা ব’লেন, ঠিক এই ‘সময়ে বাংলাদেশ জাতীয়তাবা’দী দলের মহা’সচিব মির্জা ‘ফখরুল ইসলাম আলমগী’রকে গ্রেপ্তার ‘করে নিরপেক্ষ’ ও অং’শগ্রহণমূলক নির্বাচন অ’নুষ্ঠানকে ঝুঁ’কিপূর্ণ করে তো’লা হয়েছে বলে মনে

 

 

করা হচ্ছে’বিশিষ্ট ব্যক্তিরা বলেন, মির্জা ফখ’রুল ইসলাম আলমগী’র শা’ন্তিপূর্ণ রা’জনৈতিক কর্ম’কান্ডে’ দৃঢ়ভাবে বিশ্বাসী ‘বলে আমাদে’র কাছে প্রতী’য়মান। রাজনৈতিক প্রতিদ্বন্দিতা যা’তে শান্তিপূ’র্ণ পথে পরিচালিত হয় তার জন্যে

 

 

মির্জা ফখ’রুলের ভূ’মিকা গুরু’ত্বপূর্ণ ও সর্ব’জনবিদিত। রাজনীতিতে’ সংঘা’ত পরিহার করে গণতা’ন্ত্রিক রীতিনীতির চর্চা ফিরি’য়ে আ’নতে মির্জা ফখরুলের মুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ’তে পা’রে বলে আ’মরা মনে করি। আমরা আশা

 

 

করি অবি’লম্বে তা’কে মুক্তি দি’য়ে ‘সরকার এক টি’; শান্তিপূর্ণ, নিরপেক্ষ” ও অংশ’গ্র”হণমূলক নির্বাচ”নের পথ সুগম করবেন। বিবৃতিদাতা’দের অন্যত’ম হলেন- বরেণ্য’ লেখক ও ভাষা সৈনিক বদরু’দ্দীন উ’মর, সাবেক ” অধ্যাপক

 

 

ড. সালেহ’উদ্দীন আহ’মেদ, অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে’র সাবে’ক ভিসি ‘অধ্যাপক ড. আ’নোয়ার উল্লাহ চৌধুরী, অধ্যা’পক ড. মাহবু’বউল্লাহ, অধ্যা পক ড. আহমেদ কামাল, অধ্যা’পক ড. সাইদুর রহমান, ইমিরেটাস অধ্যাপক ড. এটিএম নূরুল আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *