মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হবে কি না জানাল ডিএমপি

বিএনপির মহাস’চিব মির্জা ফখরুল ‘ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো’ হবে বলে গণমাধ্য’মকে জানিয়েছেন, ডিএমপির গণ’মাধ্যম ও জনসংযো’গ বিভাগের উপকমিশ’নার মো. ফারুক হো’সে’ন।

 

 

রোববার (২৯ অক্টোবর) ‘ মির্জা ফ’খরুলকে তার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর’ পুলিশের (ডি’এমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) ‘মিন্টো রোডের’ কার্যালয়ে নেওয়া হয়েছে।বিএনপির চেয়ারপার’সনের প্রেস উইংয়ের স’দস্য শায়রুল কবির খান বলেন, আ’জ রোববার সকালে ‘রাজধানীর

 

 

গুলশান-২-এর বাসা থে’কে মির্জা ফখরুলকে’ আটক করে ডিবি।ডিএমপির গণমাধ্যম’ ও জনসংযোগ বিভাগে’র উপকমিশনার মো. ফারুক হোসে’ন বলেন, ডিবির ‘গুলশান বিভাগ মির্জা ফখরুলকে’ আটক করেছে। তাকে’ ডিবির

 

 

মিন্টো রোডের কার্যাল’য়ে নে’ওয়া হয়েছে। তার’ বিরুদ্ধে পুরোনো মামলা আছে। গতকাল শনিবারের সহিংসতার ঘটনায়ও মামলা হবে। তাকে ‘গ্রেপ্তার দেখা’নো হবে।

 

 

মির্জা ফখরুলকে যেভাবে আটক, বর্ণনা দিলেন স্ত্রী মির্জা ফখ’রুল ইসলাম আলমগী’রের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, সকা’লে ডিবি পুলিশের’ লোকজন বাসায় আসে। পরে মি’র্জা ফখরুল ইসলা’মসহ বাসার সবার সঙ্গে কথা বলে। এ’রপর সিসি ক্যামে’রার ফু’টেজ, হার্ডডিস্ক নিয়ে চলে

 

 

যায়। এর ঠিক দশ মিনি’ট পর ‘আবার ফিরে এসে মির্জা ফখরুলকে আ’টক করে নিয়ে যায়’।তিনি বলেন, মির্জা ফখরুল প্রচণ্ড’ অসুস্থ, তার চিকি’ৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে ‘নিতে পারছি না। ৭৫ বছরের বয়স্ক মানুষ তিনি। আশা করব, য’দি জিজ্ঞাসাবাদ কর’তে চায়, তা করে যেন

 

 

তা’কে ‘ছেড়ে ‘দেওয়া হয়।শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাস’মাবেশ’কে কেন্দ্র করে রক্তক্ষয়ী ‘সংঘর্ষে পুলিশের এক সদ’স্য ও যু’বদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। সংঘর্ষে আহ’ত হয়েছেন পুলিশের ৪১ ও আনসারের ২৫ জন সদ’স্য। আহত হ’য়েছেন কমপক্ষে ২০ জন সাংবাদিক।

 

 

সংঘ’র্ষে হাজা’রের বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএন’পির।সংঘ’র্ষকালে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, বাস, মোট’রসাইকেল’সহ বেশ কটি গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশের হিসা’বে, ‘আগুন দেওয়া হয়েছে মোট ৫৫টি

 

 

গাড়িতে। হামলা ‘হয় ‘কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও রা’জার’বাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। এ ছাড়া কাকরা’ইল, ফ’কিরাপুল, নাইটিঙ্গেল মোড় ও

 

 

শান্তিনগর এলাকার ‘সাতটি পুলি”শ বক্স পোড়ানো হয়।বিএনপির মহাসমাবে’শে ‘পুলিশের ‘হামলার প্রতিবাদে’ দলটি আজ সারা দেশে’ সকাল-সন্ধ্যা’ হরতাল পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *