মাশরাফির নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের দুই নেতা

দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিক্রি শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নড়াইল-২ (লোহাগড়া-

নড়াইল) আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তবে একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের আরও দুই নেতা। মাশরাফির নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা

দেওয়া দুজন হলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পী ও নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বুয়েটের প্রকৌশলী লে. কমান্ডার (অব.) এ

এম আব্দুল্লাহ। এর মধ্যে বাপ্পী ২০১৪ সালে মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু পরে ওয়ার্কার্স পার্টিকে সেই আসন ছেড়ে দেওয়া হয়। এবার তারা দুজনই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে

আশাবাদী। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই তারা কাজ করবেন বলে জানিয়েছেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয়

মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সোমবার সকালে বঙ্গবন্ধু

এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *