মাদরাসাছাত্রীকে ‘ইভটিজিং’ করায় রিকশা চালকের ২ মাসের কারাদণ্ড

বরগুনার পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার এক ছাত্রীকে ইভটিজিং করায় আব্দুস সালাম নামে এক রিকশা চালককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পাঁচটায় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার এ আদেশ দেন। আব্দুস সালাম কক্সবাজার এলাকার মৃত্যু আলী আহমদের ছেলে। তিনি বর্তমানে পাথরঘাটা পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের হাসপাতালের পিছনের আবাসনের বাসিন্দা।

জানা যায়, পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার এক শিক্ষার্থীকে মাদরাসা থেকে আসা যাওয়ার পথে নানা ধরনের কথা বলে উত্ত্যক্ত করে এবং প্রেমের প্রস্তাব দেয়। এছাড়াও রিকশায় উঠিয়ে হরিণঘাটা ইকোপার্কে ঘোরাতে যাওয়ার ও এর বিনিময়ে টাকা দেয়ার দেয়ার প্রস্তাব দেয়। বিষয়টি ওই মাদরাসার ছাত্রী তার মাকে জানায়। এরপর মঙ্গলবার সকাল থেকে মাদরাসা এলাকায় অবস্থান নেয় ছাত্রীর মা। মাদরাসা ছুটির সময় ওই রিকশা চালক মাদরাসার সামনে আসলে ওই ছাত্রী তার মাকে দেখিয়ে দেয়। এরপর মাদরাসার শিক্ষকদের নিয়ে রিকশা চালককে আটকে রেখে পুলিশে খবর দিয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুফল গোলদার জানান, ইভটিজিংয়ের শিকার ওই মাদরাসাছাত্রীর অভিযোগের ভিত্তিতে আব্দুস সালামকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *