মধ্যরাতে বিমান থেকে গাজায় জরুরি চিকিৎসা সরঞ্জাম ফেলল জর্ডান

ফিলিস্তিনে°র অবরুদ্ধ গা°জা উপত্য✓কায় বিমা°ন থেকে জরুরি °চিকিৎসা °সরঞ্জাম ফেলে°ছে জর্ডান। রোব°বার মধ্যরাতে °গাজায় জ°র্ডানের ফিল্ড° হাসপা°তালে এসব জরুরি চি°কিৎসা সহায়তা °দিয়েছে জর্ডানের

°বিমানবাহি°নীর সদস্য। জ°র্ডানের রাজা °ও রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে° এসব তথ্য °জানিয়েছে রয়°টার্স।জর্ডানের সশস্ত্র বা°হিনীর একটি °সূত্রের বরাতে °রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে°, জর্ডানের বিমা°নবাহিনী বিমা°ন থেকে গাজায় ফিল্ড হাসপা°তালে জরুরি চি✓কিৎসা সহা✓য়তা দিয়েছে।

গাজায়° মিসরের রা°°ফাহ সীমান্ত ক্র°সিং ™দিয়ে ত্রাণসহা°য়তা প্রবেশে °দেরি হওয়ায় হা°সপাতালের চিকিৎসা সরঞ্জাম °শেষের পথে °ছিল। এ জন্য °জর্ডানের বিমানবাহিনী° বিমানে ক°রেই এসব চিকি°ৎসা সরঞ্জাম সরবরাহ করেছে™।এক এক্সবা™র্তায় জর্ডা™নের বাদশাহ

আবদুল্লা°হ বলেছেন,° তার দেশের বি™মানবাহিনী গাজায় জর্ডানের ফি°ল্ড হাসপাতা°লে জরুরি °চিকিৎসা ও ফার্মাসিউটি°ক্যাল সহায়তা °পাঠাতে স°ক্ষম হয়েছে। গাজায় আহতদের সা°হায্য করা °তার সেনাবা°হিনীর দায়িত্ব।

তিনি নি বলে°ন, জর্ডান °তাদের ফিলিস্তি°নি ভাইদের শক্তিশালী সমর্থক হি°™সেবে সব সময়° পাশে °থাকবে। তবে এ বিষয়ে °এখনো কো°নো মন্তব্য করেনি °ইসরায়েলের প্রতিরক্ষা বা°হিনী।এর আ°°গে গাজায়

নির্বি°চারে ইসরায়ে°লি বোমা হামলার° প্রতিবাদে ইস°রায়েল থেকে নিজেদের °রাষ্ট্রদূত প্র™ত্যাহার করে নে°য় জর্ডান। একই সঙ্গে আম্মা°নে নিযুক্ত ইসরা°য়েলি রাষ্ট্রদূ°তকে জর্ডানে প্রবেশে ™নিষেধ করে° দেয় দেশটি।এ ছা°ড়া গত

২৭ অক্টোবর ™গাজা উপত্যকা°য় ইসরায়েল °ও হামাসের মধ্যে মানবিক °কারণে অ°বিলম্বে যুদ্ধবিরতির° আহ্বান জানিয়ে জাতিসংঘে°র সাধারণ পরিষ°দে ২২টি আ°রব

দেশের পক্ষে প্রস্তাব উ°ত্থাপন করেছিল° জর্ডান। পরে °সেই প্রস্তাব ১২০-১৪ ভো°ট পেয়ে °সাধারণ পরি°ষদের অ°ধিবেশনে পাস হয়। https://twitter.com/KingAbdullahII/status/1721301905731633533?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1721301905731633533%7Ctwgr%5E4bdfeef44924fb6806c038341356f38225ea3b86%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.kalbela.com%2Fworld%2Fmiddle-east%2F36878

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *