ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে কী কথা হলো ফিলিস্তিনের প্রেসিডেন্টের

ইসরায়েলে°°র সঙ্গে ফিলি°স্তিনের সংঘাত° এখনো চলছে। এর ম°ধ্যেই ফিলিস্তিনে°র প্রেসিডেন্ট মা°হমুদ আব্বাসের সঙ্গে বৈঠক ক°রেছেন মা^র্কিন পররাষ্ট্রম°ন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। র°য়টার্সের এক °প্রতিবেদনে এ° তথ্য জানা গেছে।

রোববার (৫° নভেম্বর) মা°র্কিন পররা°ষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টা^ ধ°রে চলা বৈ°ঠকে গাজায় ™‘অবিলম্বে যুদ্ধবিরতি’ এবং™ ইসরায়েলে°র ‘গণহত্যা’° বন্ধে° যুক্তরাষ্ট্র°কে ব্যব°স্থা নেওয়া°র আহ্বান° জানিয়েছেন

ফিলিস্তিনি প্রে°সিডেন্ট। সং°ঘাতের সম°য় দ্বিতীয়বারের মতো ওই °অঞ্চল সফর° করছেন ব্লি°ঙ্কেন। গত ৭ অক্টো°বর যুদ্ধ শুরুর° পর থেকে গাজা উপত্যকায়° বিমান হামলা চা°লিয়ে আসছে ইস°রায়েল।গা°জার ক্ষমতাসীন

শাসকগো™°ষ্ঠী হামাস °নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্র°ণালয় বলেছে, ইসরায়েলের° নির্বিচার বিমা°ন হামলায় এখন° পর্যন্ত প্রায় সাড়ে ৯ °হাজার ফিলিস্তিনির °প্রাণহানি ঘ°টেছে। এর আগে শনিবার আ°রব বিশ্বের পাঁচ °দেশের পর°রাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করে°ছেন অ্যান্টনি ব্লি°ঙ্কেন। বৈঠকে °আরব বিশ্বের মন্ত্রীরা গা°জায় অবিলম্বে ✓শর্তহীন যু°দ্ধবিরতির আহ্বান

জানা°লেও তা না✓কচ করে দেন মার্কি°ন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ব°লেন, চলমান °যুদ্ধে বিরতি দে°ওয়া হলে হামাসের সদস্যরা° পুনর্গঠিত হ°য়ে পুনরায় ৭ অ°ক্টোবরের মতো হামলা চালা°নোর সক্ষমতা অ°র্জন করতে° পারে।তবে ওই

অঞ্চলে সং°ঘাত যাতে ছড়িয়ে° না পড়ে তা° নিশ্চিত করার পাশাপাশি হামাস°কে পুরোপুরি °ধ্বংস করা°র পর গাজা কীভাবে পরিচা°লিত হবে সেই বি°ষয়ে আলোচ°না শুরুর চেষ্টা ক°রছেন ব্লিঙ্কেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *