বিশ্বকাপের মাঝেই বরখাস্ত পুরো ক্রিকেট বোর্ড

বিশ্বকাপের° মাঝেই বর^খাস্ত পুরো ^ক্রি^কেট বোর্ড
মাঠে চল°ছে ক্রিকে°ট বিশ্বকা°প। সেখানেই °অবস্থান করছে দেশটি°র ক্রিকেটার°রা। কাগজে °কলমে এখনও টিকে আ°ছে সেমিফা°ইনাল খেলার °স্বপ্ন। তবে এমন

সময়েই কি°না পুরো ক্রিকে°ট বোর্ডকেই° বরখাস্ত করলো শ্রীলঙ্কার ক্রী^ড়া মন্ত্রণালয়°। বিশ্বকাপে °ভারতের বিপক্ষে লজ্জাজনক° পারফর্ম্যা°ন্সের পর পু°রো বোর্ড°কেই ভেঙে দেওয়া°র সিদ্ধান্ত °নেওয়া হয়েছে°। একইস°ঙ্গে নিয়োগ

দেওয়া হ°য়েছে অন্তর্ব°র্তীকালীন একটি° কমিটি।°বার্তাসংস্থা রয়টার্সে°র °সূত্রে জানা যা°য়, ভারতের বিপ°°ক্ষে ৩০২ রানের বিশা°ল হারের °পরেই চলমান° বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধা°ন্ত নেয় শ্রীলঙ্কা°র ক্রীড়া মন্ত্রণা°লয়। ক্রীড়ামন্ত্রী

রোশন রানা°সিংহে শুক্র°বার এক বিবৃতি°তে শ্রীলঙ্কা ক্রিকেটে°র গভর্নিং বডি°কে “বিশ্বাসঘাত°ক এবং দুর্নীতিবাজ°” অভিহিত ক°রে বলেন, বোর্ড° সদস্যদের পদত্যাগ °করা উচিত। °এরপরেই পদত্যা°গ করেছিলেন

ক্রিকেট বো°র্ড সেক্রেটারি°। আর তার° দুদিন পরেই পুরো ক্রিকেট বোর্ড °বরখাস্তের °নতুন এই সি°দ্ধান্তের কথা জানা গেল। পুরাতন° কমিটিকে ব°রখাস্তের পর°পরই সাত সদস্যের° নতুন একটি অ°ন্তর্বর্তীকালীন ক°মিটি গঠন করা হয়েছে। যার° দায়িত্বে °থাকছেন শ্রী°লঙ্কাকে বিশ্বকাপ

জেতানো° অধিনায়ক °অর্জুনা রানাতুঙ্গা°। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন° শ্রীলঙ্কা° ক্রিকেটের সা°বেক প্রেসিডেন্ট উপালি ধর্মদা°সা, অবসর°প্রাপ্ত বিচারক °এস আই ইমাম, রোহিণী মা°রাসিংহে ও ইরাঙ্গানি পেরেরা°, আইনজীবী রাকি°°থা রাজাপক্ষে এ°বং ব্যাবসায়ী হিশা°ম জামালদিন।

আগে° °গত শনিবার শ্রীল°ঙ্কা ক্রিকেট বো°র্ডের (এসএলসি°) সেক্রেটারি °মোহন ডি সিল°ভা পদত্যাগ করেছেন। °নির্দিষ্ট কো°নো কারণ উল্লে™খ না করেই পদত্যাগের° ঘোষণা দেন° এসএলসি সে°ক্রেটারি। ধারণা করা হচ্ছে, দলের° ব্যর্থ™তার কারণে°ই তিনি সরে দাঁড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *