বিপিএলে যে দলের হয়ে মাঠ মাতাবেন তানজিম সাকিব

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। আসন্ন বিপিএলে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন ৪৪৩ বিদেশি ক্রিকেটার। আর ৭ ক্যাটাগরিতে ২০৩ জন দেশি ক্রিকেটার ছিলেন। সেখান থেকে বেছে নিয়ে দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

আসন্ন বিপিএলে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিগুলোই নিজেদের দলে তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিয়েছে। যুব বিশ্বকাপজয়ী দলের অনেক ক্রিকেটারই দল পেয়েছেন বিপিএলে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া যুব বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিবকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

সিলেটে জুনিয়র সাকিব সতীর্থ হিসেবে পাবেন দেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফিকে। এছাড়া জাতীয় দলের নাজমুল হোসেন শান্তও রয়েছেন একই দলে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে রায়ার্ন বার্ল, হ্যারি টেক্টর, দুশান্ত হেমন্তদের সতীর্থ হিসেবে পাবেন সাকিব।

সিলেট স্ট্রাইকার্স : মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, ব্যান কাটিং, জর্জ গ্রিনশো, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রোয়েন ও সালমান হোসেন ইমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *