বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আ.লীগের

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আফজাল হোসেন। বুধবার (১ নভেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। আজ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন শেষ সময় পর্যন্ত আর কোনো

 

 

প্রার্থী মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন অ্যাডভোকেট আফজাল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।তিনি বলেন, আজ বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী ছাড়া কেউ মনোনয়নপত্র কেনেননি এবং মনোনয়নপত্র জমাও দেননি। এর আগে দুপুরে

 

 

উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান

 

 

রিমন, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান প্রমুখ।মনোনয়নপত্র দাখিলের পর অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, আমি দীর্ঘদিন পটুয়াখালী-১ আসন নিয়ে কাজ করে যাচ্ছি। এ আসনের প্রতিটি এলাকায় আমার পদচারণা রয়েছে।

 

 

মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা। হয়তো সংসদে বসার সুযোগ হবে না তবুও নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করব। এলাকায় যে উন্নয়ন কাজ চলছে তা এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। প্রসঙ্গত, পটুয়াখালী-১ আসনটি সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা নিয়ে গঠিত। এ আসনের

 

 

সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। শূন্য হওয়া আসনটিতে গত ২৪ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর বাছাই, ৯ নভেম্বর প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের

 

 

তারিখ ধার্য করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর হবে নির্বাচন। এদিকে বর্তমান জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়ে আসছে। আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে কারণে এ আসনে উপনির্বাচনে যিনি নির্বাচিত হবেন, তিনি শপথ গ্রহণ করলেও সংসদে বসার সুযোগ পাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *