বিটিভির প্রধান প্রকৌশলীর মুখে ‘বাংলাদেশ জিন্দাবাদ’

নাট্যকার ‘ও নাট্যশিল্পীদের অংশ’গ্রহণে অংশীজ:ন সভায় বক্তব্যের ‘শেষে রাষ্ট্রীয়: স্লোগান ‘জয় বাং:লা’ না বলে ‘বাংলাদেশ জি”ন্দাবাদ’ স্লোগা’

ন দিয়েছেন ‘বাংলাদেশ টেলিভিশনে’র (বিটিভি) প্রধান প্রকৌশ’লী’ মুনীর আহমদ। প’রে এ বিষয়ে ‘তাকে কারণ দর্শানোর’ নোটিশ (শোকজ) দিয়ে’ছে বিটি’ভি কর্তৃপক্ষ।

 

১৫ অক্টোবর বি’টিভির মহাপরিচালক’ ড. মো. জাহাঙ্গীর আলমের স্বা’ক্ষরে ওই শো’কজ ‘দেওয়া হয়।’ নোটিশে বলা হয়, গত ১৪ অক্টোবর না’ট্যকার ও নাট্য’শিল্পীদের

 

অংশগ্রহ”ণে এ’কটি অংশী’জন সভা ‘অনুষ্ঠিত হয়। সভায় বিটিভির ম’হাপ’রিচালক উ’পস্থিত থে’কে বক্তব্য দেন। আমন্ত্রি’ত অতিথি হি’সেবে আপনি (মুনী’র আহমদ) সভায় বক্তব্য ‘দেন। বক্তব্য শেষে আপনি ‘জয় বাংলা’ উচ্চারণ না করে ‘বাং’লাদেশ জিন্দাবাদ’ ক’থাটি উচ্চারণ করেন।

 

মন্ত্রিপরিষদ ‘বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ‘সরকারি কর্মকর্তা বা কর্মচারীদে’র সরকারি অ’নুষ্ঠানে বক্ত’ব্যের শেষে ‘জয় বাংলা’ ‘স্লোগান’ উচ্চারণের নি’র্দেশনা” রয়েছে। সরকারি নির্দেশনা’র আলোকে ‘এ ধরনের আ’চরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ‘ও আপিল) বি’ধিমালা-২০১৮ এর ২ (ঘ) (ই)

 

অনুযায়ী ‘অস”দাচরণের শা’মিল। এই অসদাচরণের কারণে কেন আপনার ‘বিরুদ্ধে ‘বিভাগীয় ব্যব’স্থা গ্রহণের জন্য যথাযথ ক’র্তৃপক্ষকে অব’হিত করার উদ্যো’গ নেওয়া হবে না, সে বিষয়ে তিন কা’র্যদিবসের মধ্যে’ সন্তোষ’জনক ব্যাখ্যা

 

দেওয়ার জন্য আপনা’কে নির্দেশ দে’ওয়া হলো।জানা’ গেছে, মুনীর আহমদ ‘বাংলাদেশ ‘বেতারের একজ’ন প্রকৌশলী। তাকে বিটিভিতে প্র’কৌশলী হিসেবে সং’যুক্ত করা হয়।’ পরে তাকে প্রধান প্রকৌশ’লী হিসেবে অতিরিক্ত’ দায়িত্ব দেয়

 

 

বিটিভি কর্তৃপক্ষ।এ ‘বিষয়ে জানতে মুনী’র আহমদকে’ একাধিকবার ফোন করা হলে’ও তিনি সাড়া দেন’নি। বিভিন্ন মাধ্যমে এসএ’মএস পাঠা’নো হলেও কোনো’ উত্তর দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *